Rakulpreet-Jacky Weddling: নববধূ রকুলপ্রীতকে চুম্বন স্বামীর.. পাপারাৎজিরা বলছেন, 'জ্যাকি কি দুলহানিয়া'
Rakul Preet Singh and Jacky Bhagnani Marriage: বুধবার, গোয়ার সমুদ্রসৈকতে বিবাহবন্ধনে আবদ্ধ হলেন বলিউডের প্রেমিক যুগল। বিয়ের শেষে, বিবাহবেশেই পাপারাৎজিদের মুখোমুখি হন রকুলপ্রীত ও জ্যাকি।
কলকাতা: পরিণতি পেল প্রেম। সাত পাকে বাঁধা পড়লেন অভিনেত্রী রকুলপ্রীত সিংহ (Rakul Preet Singh) এবং অভিনেতা প্রযোজক জ্যাকি ভাগনানি (Jackky Bhagnani)। প্রকাশ্যে এসেছে তাঁদের বিয়ের প্রথম ছবি। যাবতীয় অনুষ্ঠানের শেষে পাপারাৎজিদেরও মুখোমুখি হন নবদম্পতি। সেখানে, ফ্ল্যাশের ঝলকানিতে যেন নতুন করে নজর কাড়ে তাঁদের রসায়ন।
বুধবার, গোয়ার সমুদ্রসৈকতে বিবাহবন্ধনে আবদ্ধ হলেন বলিউডের প্রেমিক যুগল। বিয়ের শেষে, বিবাহবেশেই পাপারাৎজিদের মুখোমুখি হন রকুলপ্রীত ও জ্যাকি। আর সেখানে তখন শুভেচ্ছাবার্তার সঙ্গে সঙ্গে ভেসে আসছে কখনও 'ভাবিজী' (Bhabiji) ডাক, কখনও আবার 'জ্যাকি কি দুলহানিয়া' (Jacky Ki Dulhania) ডাক। লজ্জায় রাঙা হলেন রকুলপ্রীত। কখনও আবার হাত জোড় করে ধন্যবাদ জানালেন পাপারাৎজিদের। আর জ্যাকি, তাঁর সদ্য বিবাহিত স্ত্রীর কপালে এঁকে দেন চুম্বন।
এদিন রকুলপ্রীত ও জ্যাকির বিয়েতে হাজির ছিলেন ভূমি পেডনেকর (Bhumi Pednekar)। সোশ্যাল মিডিয়ায় রকুলপ্রীত ও জ্যাকির সঙ্গে ছবি শেয়ার করে নিয়ে তিনি লেখেন, 'আমি এর আগে কখনও এমন দুজন মানুষের সঙ্গে আলাপ করিনি যাঁরা এতটা একরকম।' নবদম্পতিকে শুভেচ্ছা জানিয়েছেন শাহিদ-পত্নী মীরাও। তাঁরাও উপস্থিত ছিলেন এই অনুষ্ঠানে।
স্নেহা চট্টোপাধ্যায় (Sneha Chatterjee)। এছাড়াও ধারাবাহিকে থাকছেন বাসবদত্তা চট্টোপাধ্যায় (Bashabdutta Chatterjee), কুয়াশা বিশ্বাস (Kuasha Biswas) ও সৃজনী মিত্র (Srijani Mitra)। বলিউডের ট্রেন্ড মেনেই যেন ন্যুড রঙে সেজেছিলেন রকুলপ্রীত ও জ্যাকি। হালকা গোলাপি ও ক্রিম রঙের মিশেলে ভরাট কাজের একটি লেহঙ্গা পরেছিলেন রকুলপ্রীত। অফ হোয়াইট শেরওয়ানিতে সেজেছিলেন জ্যাকি। তাঁর চোখে ছিল সানগ্লাস। ভরাট আনকাট হিরের গয়না পরেছিলেন রকুলপ্রীত। তাঁর হাতে ছিল গাঢ় মেহেন্দি। সোশ্যাল মিডিয়ায় বিয়ের ছবি শেয়ার করে নিয়ে রকুলপ্রীত লিখেছেন, 'তুমি আমার.. এখন এবং চিরকালের।' সেইসঙ্গে তিনি উল্লেখ করে নিয়েছেন বিয়ের তারিখও।
সোশ্যাল মিডিয়ায় এই ছবি শেয়ার করলেই শুভেচ্ছার বন্যা। বন্ধুদের সঙ্গে সঙ্গে শুভেচ্ছা জানিয়েছেন রকুলপ্রীতের অসংখ্য অনুরাগীরাও। সিন্ধি ও পাঞ্জাবি রীতি মেনে বিয়ে হয় রকুলপ্রীত ও জ্যাকির। রকুলপ্রীত পাঞ্জাবি ও জ্যাকি সিন্ধি। সেই কথা মাথায় রেখেই দুই রীতিনীতিই মেনেছেন রকুল-জ্যাকি উভয়েই। সকালে নিয়ম মেনে তাঁদের 'চূড়া' সম্পন্ন হয়েছে। গোধূলিতে বসেছে বিয়ের আসর। শিখদের নিয়ম মেনে প্রথমে ‘আনন্দ কারজ’ হয় রকুলপ্রীত ও জ্যাকির। এরপরে, সিন্ধি রীতি মেনে হয় বিয়ে।