এক্সপ্লোর
ভিডিও ভাইরাল: লন্ডনের রাস্তায় বোনদের সঙ্গে জাহ্নবি

নয়াদিল্লি: বলিউডে অভিষেক হতে চলেছে প্রয়াত অভিনেত্রী শ্রীদেবীর কন্যা জাহ্নবির। বিগত কিছুদিন ধরেই সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে বি-টাউনে আলোচনার কেন্দ্রে জাহ্নবি। কয়েকদিন আগেই তাঁর প্রথম সিনেমা ধড়ক-এর ট্রেলার রিলিজ হয়েছে। ওই ট্রেলারও সোশ্যাল মিডিয়ায় বেশ আলোড়ন ফেলেছে। জাহ্নবির অভিনয়ের প্রশংসায় মুখর অনুরাগীরা ট্রেলার লঞ্চের ৪৮ ঘন্টার মধ্যেই তা ৩ কোটির বেশি দেখা হয়েছে। এরইমধ্য বনি কপূরের মেয়ের আরও একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। ওই ভিডিওতে লন্ডনের রাস্তায় বোনেদের সঙ্গে হাঁটতে দেখা গিয়েছে জাহ্নবিকে। [embed]https://www.instagram.com/p/BkEkoxClJsL/?utm_source=ig_embed[/embed] ভিডিওতে জাহ্নবিকে তাঁর বোন খুশি কপূর, সোনাম কপূর, অংশুলা কপূরদের সঙ্গে ঘুরতে দেখা গিয়েছে। সবাই একটি কনসার্টের জন্য যাচ্ছিলেন। তাঁরা সবাই যেতে দেরি করে ফেলেছেন, বলতে শোনা গিয়েছে অংশুলাকে। সোনামের ভীরে ডি ওয়েডিং মুক্তি পেয়েছে। বক্স অফিসে দারুন সাড়া ফেলেছে এই সিনেমা। আগামী ২০ জুলাই মুক্তি পাবে জাহ্নবির প্রথম সিনেমা ধড়ক।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















