Bollywood News: 'হোটেলের ঘরে পথ আটকে মদ্যপ পরিচালক...' ভয়াবহ অভিজ্ঞতার কথা প্রকাশ্যে আনলেন নায়িকা
Bollywood Update: এক পরিচালক সীমা অতিক্রম করার চেষ্টা করেছিলেন । সম্প্রতি একটা টক শো-তে সেই ভয়াবহ অভিজ্ঞতার কথাই প্রকাশ্যে এনেছিলেন নায়িকা

কলকাতা: ছোটপর্দার খুব জনপ্রিয় অভিনেত্রী জ্যাসমিন ভাসিন (Jasmin Bhasin) । 'দিল সে দিল তক' শো তাঁকে জনপ্রিয়তা এনে দিয়েছে । তবে সম্প্রতি দেওয়া একটি সাক্ষাৎকারে তিনি একটি ভয়াবহ অভিজ্ঞতার কথা প্রকাশ্যে এনেছেন । জ্যাসমিন স্বীকার করেছেন যে তিনি কাস্টিং কাউচের স্বীকার হয়েছিলেন । এক পরিচালক সীমা অতিক্রম করার চেষ্টা করেছিলেন । সম্প্রতি একটা টক শো-তে সেই ভয়াবহ অভিজ্ঞতার কথাই প্রকাশ্যে এনেছিলেন জ্যাসমিন ।
হোটেলের ঘরে অডিশন দেওয়ার ভয়াবহ অভিজ্ঞতা
জ্যাসমিন সেই শো-তে বলেন, 'আমি অডিশনের জন্য মুম্বই এসেছিলাম । জুহুর একটি হোটেলে আমার একটা মিটিং ছিল । সেখানে অনেক মেয়ে এবং অভিনেত্রীরা অপেক্ষা করছিলেন । সেখানে অনেকে কোঅর্ডিনেটর ছিলেন । সবাই মিটিংয়ের জন্য যাচ্ছিলেন । যখন আমার পালা এল, তখন আমি ভয় পেয়ে গেলাম, কারণ আমায় যিনি অডিশন দিতে বলছিলেন, তিনি মদ্যপান করছিলেন । সেই সময়ে সেই কোঅর্ডিনেটরও ঘর থেকে চলে গিয়েছিল । তাই প্রথমে আমি ভয় পেয়েছিলাম ।'
View this post on Instagram
খারাপ ব্যবহার করার চেষ্টা করেছিলেন ওই পরিচালক!
জ্যাসমিন আরও বলেন, 'ওই পরিচালক আমাকে বলেন, আমাকে একটা দৃশ্যটা করতে হবে । তাতে আমি রাজি হয়ে যাই । আমি দৃশ্যটার জন্য নিজেকে তৈরি করার জন্য কিছুটা সময় চেয়ে নিই । কিন্তু সেই পরিচালক বলেন, দৃশ্যটা এখনই অভিনয় করে দেখাতে হবে । সেই দৃশ্যটা ছিল, আমার প্রেমিক চলে যাচ্ছে আর আমায় তাকে থামাতে হবে । দৃশ্যটা আমি অভিনয় করে দেখালাম । তারপরে ওই পরিচালক বললেন, আমার অভিনয়টা হয়নি । এরপরে সেই পরিচালক আমার পথ আটকে দাঁড়ান আর আমার সঙ্গে ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করেন । আমি নিজেকে রক্ষা করি আর তারপে সেখান থেকে পালিয়ে যাই । তারপরে আমি সিদ্ধান্ত নিয়েছি, আমি আর কখনও হোটেল রুমে অডিশন করব না । কোনোদিন ও না ।'
জ্যাসমিন এখন হিন্দি শো-এর পাশাপাশি পাঞ্জাবি শো-তেও কাজ করছেন ।





















