Javed Akhtar: ফারহান-জোয়া-শাবানা ও বন্ধুদের সঙ্গে জন্মদিন পালন জাভেদ আখতারের
Javed Akhtar: জাভেদ আখতার 'লগান'-এর 'রাধা ক্যায়সে না জ্বলে', 'সীমান্ত'-এর 'তুম ঘর কব আওগে', 'স্বদেশ'-এর জন্য 'ইয়ে জো দেশ হ্যায় তেরা ' সহ অজস্র দুর্দান্ত গানের কথা লিখেছেন। গতকাল তাঁর জন্মদিন ছিল।
নয়াদিল্লি: বিখ্যাত গীতিকার ও চিত্রনাট্যকার জাভেদ আখতার (Javed Akhtar) ৭৭ বছর পূর্ণ করলেন সোমবার। সোশ্যাল মিডিয়ায় উপচে পড়ে শুভেচ্ছাবার্তা। বিশেষ পোস্টে শুভেচ্ছা জানান তাঁর দুই সন্তান ফারহান আখতার (Farhan Akhtar) ও জোয়া আখতার (Zoya Akhtar)। এদিন অভিনেত্রী ও স্ত্রী শাবানা আজমি (Shabana Azmi), ছেলে ফারহান আখতার, মেয়ে জোয়া আখতার, প্রযোজক বনি কপূর (Boney Kapoor), পরিচালক রুমি জাফরি (Rumi Jafry) প্রমুখ উপস্থিত ছিলেন, খান্ডালায় (Khandala) বর্ষীয়াণ তারকার জন্মদিন উদযাপনের জন্য। হাজির ছিলেন ফারহানের বান্ধবী শিবানী দান্ডেকরও (Shibani Dandekar)। করোনার কারণে খুব ছোট করেই উদযাপন করা হয়।
ইনস্টাগ্রামে জন্মদিন উদযাপনের বেশ কিছু ছবি পোস্ট করা হয় এদিন। ফারহান এদিন নিজের হ্যান্ডলে একটি গ্রুপ ছবি পোস্ট করেন। ক্যাপশনে লেখেন, 'আমার পরিবার'। শাবানা আজমিও নিজের ইনস্টাগ্রামে ছবি পোস্ট করেন। বনি কপূরও ছবি শেয়ার করেন এদিনের অনুষ্ঠান থেকে যেখানে রুমি জাফরি ও জাভেদ আখতারকে দেখা যাচ্ছে। শিবানীও ছবি পোস্ট করেছেন।
View this post on Instagram
View this post on Instagram
তাঁর দীর্ঘ কর্মজীবনে, জাভেদ আখতার 'লগান' ছবির জন্য 'রাধা ক্যায়সে না জ্বলে', 'সীমান্ত'-এর জন্য 'তুম ঘর কব আওগে', 'স্বদেশ'-এর জন্য 'ইয়ে জো দেশ হ্যায় তেরা ' সহ অজস্র দুর্দান্ত গানের কথা লিখেছেন।