Jawan box office collection Day 12: ১২ দিন পার, বিশ্বব্য়াপী ৮৮৩ কোটিরও বেশি ব্য়বসা করল শাহরুখ-নয়নতারার ছবি
Jawan: দেশে ইতিমধ্য়েই ৫০০ কোটির গন্ডি পেরিয়েছে এই ছবির ব্য়বসা।
![Jawan box office collection Day 12: ১২ দিন পার, বিশ্বব্য়াপী ৮৮৩ কোটিরও বেশি ব্য়বসা করল শাহরুখ-নয়নতারার ছবি Jawan box office collection Day 12: Shah Rukh Khan's film mints ₹883 crore worldwide Jawan box office collection Day 12: ১২ দিন পার, বিশ্বব্য়াপী ৮৮৩ কোটিরও বেশি ব্য়বসা করল শাহরুখ-নয়নতারার ছবি](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/09/19/c24c38ee2da1c5d915472381124e60e1169513886450047_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
কলকাতা: প্রেক্ষাগৃহে ১২ দিন পার। এখনও অব্যাহত 'জওয়ান' ('Jawan' Box Office Collection) ঝড়। শাহরুখ খান (Shah Rukh Khan) অভিনীত, অ্যাটলি (Atlee) পরিচালিত এই দ্বিতীয় সপ্তাহেও বেশ ভালই ব্যবসা করছে প্রেক্ষাগৃহে। বিশ্বে ইতিমধ্যেই ৮৮৩ কোটির গণ্ডি পেরিয়ে গেছে এই ছবি। কোথায় কত আয় করল 'জওয়ান'?
১২ দিন পরে কোথায় দাঁড়িয়ে 'জওয়ান' ছবির ব্যবসা?
৭ সেপ্টেম্বর মুক্তি পেয়েছে অ্যাটলি পরিচালিত এই ছবি। মাত্র ১২ দিনেই এই ছবির আয় ছুঁতে চলেছে ৫০০ কোটির গণ্ডি, তাও কেবল দেশের মাটিতে। যদিও গতকাল, ১৮ সেপ্টেম্বর, ছবির আয়ের পরিমাণ বেশ অনেকখানি নিম্নমুখী হয়েছে। তবুও সপ্তাহের শুরুর দিন হয়েও ২ অঙ্কের সংখ্যায় আয় করেছে শাহরুখের ছবি।
মুক্তি পাওয়ার পর থেকে বক্স অফিসে রীতিমতো আগুন ধরিয়েছে 'জওয়ান'। বিশ্ববাজারে ৮০০ কোটি ইতিমধ্যেই পার করে ফেলেছে ছবির ব্যবসা। দেশের বাজারে হয়তো আর এক দিনের অপেক্ষা। তারপরেই ৫০০ কোটি পার করবে 'জওয়ান'। হিসেব অনুযায়ী, দেশের বক্স অফিসে ১৬ কোটি টাকা আয় করেছে এই ছবি। ১২ দিনে এই ছবি ৪৯৩.৬৩ কোটি টাকা আয় করেছে ভারতের বাজারে। ১৮ সেপ্টেম্বর এই ছবির সিট দখলের পরিমাণ ছিল ২৩.৯২ শতাংশ।
আরও পড়ুন...
তৈরি হবে ২২ তলা বিল্ডিং, ৪০০ কোটিতে বিক্রি হয়ে যাচ্ছে দেব আনন্দের জুহুর বাংলো
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)