Jawan Box Office Collection Day 32: ৩২ তম দিনেও বক্সঅফিসে ঝড় তুলল শাহরুখের 'জওয়ান'
Jawan Box Day 32: ফের বক্সঅফিসে টানা লম্বা রেসের ঘোড়া শাহরুখের ছবি। ৩২ তম দিনে কোথায় দাঁড়িয়ে শাহরুখের ছবি ?
মুম্বই: বক্সঅফিসের ৩২ তম দিনেও শাহরুখের 'জওয়ান' (Jawan) রেকর্ড ভাঙছে বারংবার। বেশ অনেকদিন পরে কামব্যাক করেও, বরাবরের মতোই সাফল্যের শিখরে শাহরুখ ( Shah Rukh Khan)। গত রবিবারও বক্সঅফিসে সেই ধারাই বজায় রাখল জওয়ান। গত ২৪ ঘণ্টায় শাহরুখের ছবিটি ২.৭৫ কোটি টাকা আয় করেছে। এখনও অবধি মোট ৩২ দিনে জওয়ান ছবিটি ৬২৩.৯১ কোটি টাকার গন্ডি পার করেছে।
শুরুতেই পাঠান-র রেকর্ডও ভেঙে দেয় 'জওয়ান'
শাহরুখের এই অ্যাকশন থ্রিলার মুক্তি পায় ৭ অগাস্ট বৃহস্পতিবার। শুরুতেই পাঠান-র রেকর্ডও ভেঙে দেয় 'জওয়ান।' বলিউডে এর আগে সবচেয়ে ওপেনিং করেছিল পাঠান। যা মূলত ৫৭ কোটি। জওয়ান সেই রেকর্ড ভেঙে ওপেনিংয়েই হিন্দি-তামিল মিলিয়ে ৭৫ কোটির গন্ডি ছোঁয়।প্রথম দিনেই শুধু দেশের মধ্যে হিন্দি ভাষায় ছবি ব্যবসা করেছে ৬৫ কোটি টাকার। কোনও হিন্দি ছবি এই রেকর্ড গড়তে পারেনি এতদিন। অন্য ভাষায় ডাব করে যেখানে যেখানে মুক্তি পেয়েছিল, তা থেকে আও ৯ কোটি টাকা উঠে আসে। অর্থাৎ সবমিলিয়ে ৭৪ কোটি টাকা ব্যবসা হয় প্রথম দিনে ।
নতুন রেকর্ড গড়বে 'জওয়ান' ?
প্রথম দু'দিনে হিন্দি ভাষায় 'জওয়ান' ব্যবসা করেছে ১১১ কোটি টাকা। সবমিলিয়ে ১২৫.৫০ কোটি টাকার ব্যবসা গোটা দেশে। তবে মাত্র তিনদিনে দেশিয় বাজারে ২০০ কোটি করে কার্যতই ঝড় তুলেছে এই ছবি। চারদিনে জওয়ানের আয় গিয়ে দাঁড়িয়েছিল ২৮৭.০৬ কোটি টাকায়। চলতি বছরে বলিউডে সবচেয়ে উপার্জনকারী ছবির তালিকায় ছিল পাঠান। (Pathaan) যা মূলত ৫০ দিনের কাছাকাছি ছিল বক্স অফিসে। আর দেশের বাজার থেকে ৫৪০ কোটির কাছাকাছি আয় করেছিল। এবার কি তবে নতুন রেকর্ড গড়বে জওয়ান ?
আরও পড়ুন, গল্পে বাঙালিয়ানার ছোঁয়া, সঙ্গে দুর্গাপুজোর আবহ, মুক্তি পাচ্ছে মনামী ঘোষের নতুন মিউজিক ভিডিও
গোটা থিয়েটার বুক করে রেখেছিল কিং খানের ফ্যান ক্লাব
জওয়ানে প্রথমবার দ্বৈত চরিত্রে দেখা গিয়েছে শাহরুখ খানকে। এযাবৎকালের হয়ে আসা বাকি ছবিগুলির থেকে বেশ আলাদা শাহরুখের এই ছবি প্রসঙ্গত, এর আগে শাহরুখের পাঠান ছবির জন্য গোটা থিয়েটার বুক করে রেখেছিল কিং খানের ফ্যান ক্লাব। আর এবারেও ফিরল সেই ছায়া। অনুরাগীদের শুভকামনা তো আছেই সঙ্গে। তার উপর মঙ্গলবার জওয়ান-এর সাফল্য কামনায় বৈষ্ণোদেবীর পর তিরুপতি মন্দিরে গিয়েছিলেন শাহরুখ খান। শাহরুথের সঙ্গে তাঁর মেয়ে সুহানা খান এবং জওয়ান-এ তাঁর সহঅভিনেত্রী নয়নতারাও তিরুপতি দর্শনে যান।