Jaya Bachchan Tests Covid: করোনা আক্রান্ত জয়া বচ্চন, থমকে গেল ছবির শ্যুটিং
Jaya Bachchan Tests Covid: কর্ণ জোহরের ছবি 'রকি অউর রানি কি প্রেম কাহানি'-এর শ্যুটিং স্থগিত হয়ে গেল।
নয়াদিল্লি: বলিউডে আবারও করোনার থাবা। এবার করোনা আক্রান্ত (Covid Positive) হলেন বর্ষীয়াণ অভিনেত্রী জয়া বচ্চন (Jaya Bachchan)। শাবানা আজমির পর এবার কোভিডের কবলে জয়া। ফলে ফের স্থগিত হয়ে গেল কর্ণ জোহরের ছবি 'রকি অউর রানি কি প্রেম কাহানি' (Rocky Aur Rani Ki Prem Kahani)।
কিছুদিন আগেই শাবানা আজমি (Shabana Azmi) করোনা আক্রান্ত হওয়ায় কর্ণ জোহরকে তাঁর ছবির কাজ বন্ধ রাখতে হয়। কিন্তু সব স্বাভাবিক হওয়ার আগে ভাইরাসে আক্রান্ত হলেন জয়া বচ্চনও।
শাবানা আজমি এবং জয়া বচ্চনের করোনা আক্রান্ত হওয়ার পরে, কর্ণ জোহর আপাতত শ্যুটিং বাতিল করার সিদ্ধান্ত নিয়েছেন কারণ তিনি বাকি কাস্ট এবং ক্রুদের নিরাপত্তার সঙ্গে তিনি আপস করতে চান না। 'রকি অউর রানি কি প্রেম কাহানি' ছবির শ্যুটিং ২ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়ার কথা ছিল এবং এই শিডিউলটি ১৪ ফেব্রুয়ারি শেষ হওয়ার কথা ছিল।
সোশ্যাল মিডিয়ায় নিজের ছবির সঙ্গে করোনা আক্রান্ত হওয়ার খবর পোস্ট করেন শাবানা আজমি। তিনি লেখেন, 'আমার করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে। আমি নিজের বাড়িতেই নিভৃতবাসে রয়েছি। সম্প্রতি তাঁর সংস্পর্শে যাঁরা এসেছেন তাঁদের অনুরোধ করব, দয়া করে করোনা পরীক্ষা করিয়ে নিতে।'
আরও পড়ুন: Mister Mummy First Look: আসছে 'মিস্টার মাম্মি', বেবি বাম্প নিয়ে প্রকাশ্যে অন্তঃসত্ত্বা রীতেশ দেশমুখ
সম্প্রতি করোনা আক্রান্ত হয়েছিলেন বর্ষীয়ান সঙ্গীতশিল্পী লতা মঙ্গেশকর (Lata Mangeshkar)। করোনা সংক্রমণ এবং নিউমোনিয়ার সমস্যা নিয়ে মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি হন লতা মঙ্গেশকর। ভর্তি হওয়া থেকেই তাঁকে আইসিইউতে চিকিৎসকদের বিশেষ পর্যবেক্ষণের মধ্যে রাখা হয়েছে।
করোনা আবহে বলিউডে পিছিয়েছে একাধিক ছবির মুক্তির তারিখ। আক্রান্তও হয়েছেন একাধিক বলি তারকা। তবে এখন সংক্রমণের হার অনেকটা কমলেও মাঝে মধ্যেই বিভিন্ন তারকার করোনা সংক্রমণের খবর পাওয়া যাচ্ছে।