Jeet: জিৎ মানেই মূলধারার ছবি, এই ধারণা বদলাতে চান প্রযোজক-অভিনেতা?
Jeet on Tollywood: জিৎ মানেই টলিউডে মূলধারার ছবি। কখনও এই ধারণাকে বদলানোর উদ্যোগ নিয়েছেন প্রযোজক অভিনেতা?
তোর্ষা ভট্টাচার্য্য, কলকাতা: টলিউডে এখন অন্যধারার ছবির রমরমা। সম্পর্কের গল্প থেকে শুরু করে রাজনীতি, সমাজের বিভিন্ন না ছোঁয়া দিককেই অনেকে তুলে ধরতে চান ছবির মধ্যে। তবে এই সমস্তকিছুর থেকে বেশিরভাগ সময়েই অন্য পথে হাঁটেন তিনি। জিৎ (Jeet)। মাঝেমধ্যে অন্যধারার চরিত্রে তাঁকে দেখা গেলেও, জিৎ নিজে উপভোগ করেন মূলধারার ছবিকেই। বুমেরাং (Boomerang) মুক্তির পরে, এবিপি লাইভকে দেওয়া সাক্ষাৎকারে, জিৎ তুলে ধরলেন, টলিউডের ছবি নিয়ে তাঁর ভাবনা, পরিকল্পনার কথা।
জিৎ মানেই টলিউডে মূলধারার ছবি। কখনও এই ধারণাকে বদলানোর উদ্যোগ নিয়েছেন প্রযোজক অভিনেতা? জিৎ বলছেন, 'অন্যধরণের চরিত্রে নিজেকে দেখতে চাই। কিছু অভিনয়ও করেছি বটে। তবে নায়ক ও প্রযোজক হিসেবে আমি মূলধারার ছবিটাকেই বেশি উপভোগ করি। আসলে আমাদের প্রত্যেকের কাছেই চরিত্র ভীষণ গুরুত্বপূর্ণ। চিত্রনাট্য পড়ে যদি মনে হয় ভাল, মানুষের মনকে ছুঁয়ে যাবে, তাহলে মূলধারার ছবি না হলেও, তাতে অভিনয় করতে রাজি।'
'বুমেরাং' কল্পবিজ্ঞানের ছবি হলেও, তাতে রয়েছে যথেষ্ট মজার রসদও। মানুষকে হাসানো কি সবচেয়ে বেশি কঠিন বলে মনে হয় জিৎ-এর? অভিনেতা বলছেন, 'প্রত্যেকটা চরিত্রই নতুন নতুন চ্যালেঞ্জ নিয়ে আসে। প্রত্য়েকটা চরিত্রই তাই নিজের মতো করে কঠিন। তবে কমেডি হল একটা পাতলা সুতোর ওপর দিয়ে হাঁটা। একটু সময়ের এদিক ওদিক হলেও, হয় হাসি পাবে না, নাহলে ভাঁড়ামো হয়ে যাবে। আমাদের বুমেরাং-এ অভিনয় করার সময় সেটা মাথায় রাখতে হয়েছিল।'
রুক্মিণীকে 'বুমেরাং'-এ কাস্ট করা কার ভাবনা? প্রযোজক জিতের নাকি অভিনেতা জিতের? উত্তর এল, 'দুজনেরই বলতে পারেন। ওঁর সঙ্গে আগেও কাজ করেছি ফলে একটা সহজ জায়গা ছিল। আর এই চরিত্রটা যে নায়িকাকেই অফার করা হোক, তিনি ফিরিয়ে দেবেন না এই বিশ্বাস ছিল আমার। রুক্মিণী চরিত্রটা শুনে রাজি হয়ে যায়। আর চিত্রনাট্য পড়ে মনে হয়েছিল ওকে খুব ভাল মানাবে। সেই কারণেই রুক্মিণীকে ভাবা ইশা আর নিশার চরিত্রটার জন্য। এখন মনে হচ্ছে, ভুল করিনি। ও যথেষ্ট প্রশংসা পাচ্ছে।'
আরও পড়ুন: Solanki Roy: আমাদের পেশায় ব্যক্তিগত জীবনকে আড়ালে রাখা সবচেয়ে কঠিন
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।