Jeet: মেয়ে নবন্যার জন্মদিন, বাবা হওয়ার কথা বলতে গিয়ে আবেগে ভাসলেন জিৎ
Jeet on Daughter Birthday: বারো বছর পূর্ণ করল কন্যা নবন্যা। ১২-১২-২০১২.. এমনই তারিখে বাবা মা হয়েছিলেন জিৎ ও তাঁর স্ত্রী মোহনা
কলকাতা: প্রথম সন্তানের জন্মদিন। একমাত্র মেয়ের জন্মদিন। সোশ্যাল মিডিয়ায় ব্যক্তিগত জীবন নিয়ে চর্চা করতে তেমন পছন্দ করেন না জিৎ (Jeet)। তবে মেয়ের জন্মদিনটা একেবারই ব্যতিক্রম। মেয়ের জন্মদিনে তাঁর বিভিন্ন আনন্দ করার টুকরো টুকরো কোলাজ ভাগ করে নিলেন অভিনেতা জিৎ। সঙ্গে লিখলেন লম্বা বার্তা। একমাত্র মেয়ে নবন্যার জন্য কী বার্তা শেয়ার করে নিলেন অভিনেতা জিৎ? দেখে নেওয়া যাক।
বারো বছর পূর্ণ করল কন্যা নবন্যা। ১২-১২-২০১২.. এমনই তারিখে বাবা মা হয়েছিলেন জিৎ ও তাঁর স্ত্রী মোহনা। কোলে এসেছিল ছোট্ট নবন্যা। সোশ্যাল মিডিয়ায় মেয়ের সঙ্গে মিষ্টি একটি ভিডিও শেয়ার করে নিয়েছেন জিৎ। তিনি লিখছেন, 'আমাদের প্রত্যেকের জীবনেই এমন সময় একবার না একবার এসেছে যখন বাবা-মা বলেছেন, নিজে বাবা-মা হও তাহলে বুঝবে। ১২-১২-১২-তে তুমি প্রথম যখন আমার কোলে এলে, সেই কথাটার মানে বুঝতে পারলাম আমরা। আর প্রত্যেকটা দিনই বুঝতে পারছি। এমন একটা স্বার্থহীন সম্পর্ক এটা, যেটাকে ম্যাজিক ছাড়া আর কিছুই বলা যায় না। যতদিন না কেউ নিজেরা বাবা মা হচ্ছেন, এই অনুভূতিটাকে প্রকাশ করার কোনও ভাষা নেই। তোমায় আমাদের জীবনে পাওয়া একটা আশীর্বাদের মতো। অনেক ধন্যবাদ আমার বাবা মাকে। সবাইকে ধন্যবাদ। সোনালী জন্মদিন কাটুক তোমার নবন্যা। তোমার থেকে জেন জি আর জেন আলফা শিখতে সত্যিই ভীষণ মজা লাগে আমাদের। তোমার সঙ্গে পেরে ওঠা মুশকিল, কিন্তু আমরা চেষ্টা করে যাব। কথা দিলাম।'
এর আগে, এবিপি লাইভকে দেওয়া সাক্ষাৎকারে জিৎ বলেছিলেন, তিনি পরিবারের সমস্ত কিছু একান্তই ব্যক্তিগত রাখতে চান। তাঁর কাছে তাঁর ছেলের প্রথম বাবা ডাক থেকে শুরু করে একাধিক সময়ের ভিডিও রয়েছে। তবে তিনি মনে করেন, এই সমস্তই একান্ত ব্যক্তিগত। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দিয়ে তা সবার হাতে হাতে পৌঁছে দিতে চান না জিৎ।
View this post on Instagram
আরও পড়ুন: Paoli Dam: অগ্নিগর্ভ বাংলাদেশ, শ্যুটিং অসমাপ্ত রেখেই দেশে ফিরতে হল পাওলিকে
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।