Jeetu on Sayantika: 'যে বা যারা টিকিট দিলেন, একবারও ভাবলেন না..', গিটারের ভাইরাল ভিডিও নিয়ে সায়ন্তিকাকে কটাক্ষ জীতুর
Jeetu on Sayantika Viral Video: বুধবার বরাহনগরের বিধায়ককে দেখা গিয়েছিল প্রতিবাদের মঞ্চে। আরজি করে মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনের বিরুদ্ধে যে প্রতিবাদ চলছে দেশ জুড়ে, তাতেই অংশ নিয়েছিলেন সায়ন্তিকা।
কলকাতা: আরজি কর কাণ্ডে প্রতিবাদ, মিছিল, ধর্না চলছেই। তবে এই প্রতিবাদের মঞ্চে সাধারণ মানুষের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে জায়গা করে নিয়েছেন অভিনেতা অভিনেত্রীরা। তবে একাধিক অভিনেত্রী যেমন প্রশংসিত হয়েছেন, তেমনই ট্রোলিংয়ের মুখে পড়েছেন একাধিক অভিনেত্রীও। প্রথমে রচনা বন্দ্যোপাধ্যায় (Rachana Banerjee) ও তারপরে ঋতুপর্ণা সেনগুপ্ত (Rituparna Sengupta)। আর এবার সেই তালিকায় নাম জুড়ল অভিনেত্রী বিধায়ক সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়েরও (Sayantika Banerjee)। বুধবার থেকেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সায়ন্তিকার গিটার বাজানোর একটি ভিডিও। আর সেই ভিডিও ছড়িয়ে পড়তেই চূড়ান্ত ট্রোলিংয়ের মুখোমুখি হয়েছেন সায়ন্তিকা। আর এবার, সেই ভিডিও শেয়ার করে সায়ন্তিকাকে কটাক্ষ করলেন জীতু কমল (Jeetu Kamal)-ও!
ঠিক কী ঘটেছে? বুধবার বরাহনগরের বিধায়ককে দেখা গিয়েছিল প্রতিবাদের মঞ্চে। আরজি করে মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনের বিরুদ্ধে যে প্রতিবাদ চলছে দেশ জুড়ে, তাতেই অংশ নিয়েছিলেন সায়ন্তিকা। তবে দলীয়ভাবে। তাঁর প্রতিবাদ মঞ্চের পিছনে ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি দেওয়া ব্যানার। দোষীদের শাস্তি চেয়ে সেই মঞ্চে বক্তব্যও রাখেন সায়ন্তিকা। দিনের অনেকটা সময়েই এদিন মঞ্চে ছিলেন সায়ন্তিকা। বক্তব্য রাখা থেকে শুরু করে দলীয় কর্মীদের সঙ্গে কথাবার্তা বলেন তিনি। এই পর্যন্ত ঠিকই চলছিল সব। তবে গোল বাঁধল অভিনেত্রী বিধায়ক গিটার হাতে নিতেই।
ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে, সায়ন্তিকার হাতে গিটার। মঞ্চে গাওয়া হচ্ছে 'আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে' আর তার তালেই গিটার বাজাচ্ছেন অভিনেত্রী। তবে তাল মেলাতে গিয়ে এক্কেবারে বেতালা সায়ন্তিকা। গানের সুরে গিটারের কোনও মিলই নেই। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল সেই ভিডিও। সেটাই সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে নিয়েছেন অভিনেতা জীতু কমল। তিনি লিখেছেন,' এটা বড্ড দৃষ্টকুটু। এক সময় বাংলার রাজনীতির দিকে গোটা ভারতবর্ষ তাকিয়ে থাকত। স্বাধীনতা আন্দোলনেও বাংলার রাজনীতির ভূমিকা ছিল অগ্রণী। আজও ২০২৪ এ বাংলার রাজনীতির ব্যক্তিদের নিয়ে আলোচনা হয়। কিন্তু এগুলো কি..! পেছনে বসে থাকা মা-বোনেরাও কী মানতে পারছেন? যে বা যারা টিকিট দিলেন, একবারও ভাবলেন না! ওঁর স্বাদ, ওঁর শখ,ওঁর রাজনৈতিক জ্ঞান সম্বন্ধে? কোথায় নিয়ে যাচ্ছেন বাংলার রাজনীতিকে! ট্রাজেডি না কমেডি, বিরহ না আনন্দ! অনুভূতিটা বুঝতেই পারছি না!'
আরও পড়ুন: Shraddha Kapoor: নরেন্দ্র মোদির থেকেও এগিয়ে তিনি! এমন কী করলেন শ্রদ্ধা কপূর?
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।