Jisshu-Sourav: জীবনের বড় পদক্ষেপ নিলেন যীশু সেনগুপ্ত, পাশে দাঁড়ালেন সৌরভ দাস
Jisshu Sengupta Sourav Das: কেবল বড়পর্দার কাজ নয়, ছোটপর্দার কাজ, ওটিটি সিরিজ এমনকি মিউজিক ভিডিও ও করার পরিকল্পনা রয়েছে সৌরভ ও যীশুর

কলকাতা: এই চমকের ইঙ্গিত ছিল অনেক আগে থেকেই। সোশ্যাল মিডিয়ায় যীশু সেনগুপ্ত (Jisshu Sengupta) ও সৌরভ দাস (Sourav Das) একটি ছবি শেয়ার করে নিয়েছিলেন। সেখানে এই দুই অভিনেতার সঙ্গে যিনি দাঁড়িয়েছিলেন, তাঁর নামটা চমকে দেওয়ার মতোই। তিনি মহেশ ভট্ট (Mahesh Bhatt)। বলিউডের বড় নাম। কিন্তু তিনি এই দুই অভিনেতার সঙ্গে ঠিক কী করছেন, তা সেই সময়ে প্রকাশ্যে আসেনি। অনেকেই মনে করেছিলেন, এ নতুন ছবির প্রচার। তবে নববর্ষে প্রকাশ্যে এল সবকিছুই। সিনেমা নয়, নতুন প্রযোজনা সংস্থা খুলছেন যীশু ও সৌরভ। আর সেখানেই যুক্ত থাকছেন মহেশ ভট্ট।
ক্রিকেট মাঠে একসঙ্গে খুবই ভাল সমীকরণ তাঁদের। তবে একসঙ্গে কাজ করা হয়ে ওঠেনি। কেবল বড়পর্দার কাজ নয়, ছোটপর্দার কাজ, ওটিটি সিরিজ এমনকি মিউজিক ভিডিও ও করার পরিকল্পনা রয়েছে সৌরভ ও যীশুর। এই প্রথম বাংলার কোনও সংস্থার সঙ্গে যুক্ত হলেন মহেশ ভট্ট। প্রযোজনা সংস্থা খোলার প্রথম প্রস্তাব নাকি নিয়ে এসেছিলেন সৌরভই। যীশু বলছেন, 'প্রথম প্রযোজনা সংস্থা খোলার ভাবনা সৌরভেরই। দুজন অভিনেতা একসঙ্গে এলে ফিকশন তৈরি হতে পারে। অবশ্য দুজন একসঙ্গে প্রযোজনা সংস্থা খুললে কোথায় কোথায় সমস্যা হতে পারে আমরা সেই বিষয়েই আলোচনা করেছি। সৌরভের জীবন নিয়ে একটা স্পষ্ট ধারণা রয়েছে। ও কি চায় সেটা ও জানে। আমাদের লক্ষ্য এক, তবে পদ্ধতি আলাদা। আমাদের প্রিয় চরিত্র ব্যাটম্যানের জোকার। প্রথমে ভেবেছিলাম জোকার বা ওই রকম কিছু নাম রাখব সংস্থার। তারপরে মনে হল জোকারের প্রিয় সংলাপ "হোয়াই সো সিরিয়াস"। সেইটা মাথায় রেখেই এই সংস্থার নামকরন করা হয়।'
অভিনেতা সৌরভ বলছেন, 'এই সংস্থার প্রত্য়েকটা কাজেই যে আমি আর যীশুদা থাকব তার কোনও মানে নেই। কনটেন্টের ওপর নির্ভর করবে কাজের কাস্টিং। আমরা চেষ্টা করব নতুনদের নিয়ে কাজ করার। নতুনদের সুযোগ দেওয়ার। আমরা সমস্ত কিছুই তৈরি করতে চাই। সিনেমা থেকে শুরু করে ওটিটি সিরিজ, মিউজিক, সমস্ত কিছু নিয়েই কাজ করতে চাই। দর্শকদের ভাল ভাল কাজ উপহার দিতে চাই।'
এই প্রযোজনা সংস্থা নিয়ে মহেশ ভট্ট বলছেন, 'যিশু সেনগুপ্ত আমার ছেলের মতো। ও কিছু বললে, আমাকে রাজি হতেই হবে৷ যিশু সেনগুপ্তের মতো অভিনেতা খুব কম আছে। এ রকম প্রতিভা কম দেখা যায়। তাই যিশুর কাজে আমি অবশ্যই থাকব৷ এখন তো কলকাতায় যাতায়াত লেগেই থাকবে। কি করতে চলেছে যিশু আর সৌরভ সেটা দর্শকরা দেখতে পাবেন। যাদুকরের টুপি থেরে থেকে কী কী বেরোয় সেটা দেখার জন্য আপনাদের সকলকে অপেক্ষা করতে হবে'।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
