এক্সপ্লোর
Global Prayers 4 SSR: সুশান্ত মৃত্যুর ২ মাস, সোশ্যাল মিডিয়ায় হাত জোড় করে এই অনুরোধ করলেন অঙ্কিতা, শ্বেতা
Justice for Sushant Singh Rajput: আগেই মুখ খুলেছিলেন কঙ্গনা রানাউত, কৃতি স্যানন ও অঙ্কিতা লোখান্ডে। এবার সুশান্তকাণ্ডে সিবিআই তদন্ত চেয়ে এবার সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন অভিনেতা বরুণ ধাওয়ান, মৌনি রায়, ডেইজি শাহ।

মুম্বই: ১৪ জুন। মৃত্যু হয় বলিউডের জনপ্রিয় অভিনেতা সুশান্ত সিংহ রাজপুতের। ১৪ অগাস্ট, ২ মাস কেটে গেল। ক্রমেই জটিল হচ্ছে অভিনেতার মৃত্যু রহস্য। কঙ্গনা, অঙ্কিতা, কৃতী স্যাননের পর সুশান্ত কাণ্ডে সিবিআই তদন্তের দাবি তুলছেন বলিউড ও দেশের বিভিন্ন প্রান্তের অনুরাগীরা। #Justiceforsushant এর দাবি উঠেছে ভারতের বাইরেও। আগেই মুখ খুলেছিলেন কঙ্গনা রানাউত, কৃতি স্যানন ও অঙ্কিতা লোখন্ডে। এবার সুশান্তকাণ্ডে সিবিআই তদন্ত চেয়ে এবার সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন অভিনেতা বরুণ ধবন, মৌনি রায়, ডেইজি শাহ, পরিণীতি চোপড়া। ১৫ অগাস্ট সকাল ১০ টায় সকলকে #GlobalPrayers4SSR এ যোগ দেওয়ার আর্জি জানিয়েছেন অঙ্কিতা। ইনস্টাগ্রামে তিনি লিখেছেন, সুশান্তের মৃত্যুর ২ মাস পেরিয়ে গেল। তাঁর মৃত্যু রহস্য সামনে আনতে সিবিআই তদন্তের আর্জি জানানোর পাশাপাশি সকলকে সুশান্তের জন্য প্রার্থনাও করতে বলেন অঙ্কিতা।
সুশান্তের সঙ্গে পুরনো একটি নাচের ভিডিও শেয়ার করে নস্ট্যালজিক অভিনেতা সিদ্ধান্ত চতুর্বেদী।
সুশান্তের দিদি শ্বেতাও ইনস্টাগ্রামে #GlobalPrayers4SSR এ যোগ দিতে অনুরোধ জানান।
সুশান্তের সঙ্গে পুরনো একটি নাচের ভিডিও শেয়ার করে নস্ট্যালজিক অভিনেতা সিদ্ধান্ত চতুর্বেদী।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন
POWERED BY
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
পার্সোনাল ফিনান্স





















