Justin Bieber: জাস্টিন বিবারের অনুরাগীদের জন্য খারাপ খবর
অক্টোবরেই ভারতে শো করতে আসার কথা ছিল জাস্টিন বিবারের।
নয়াদিল্লি: আগামী মাস অর্থাৎ অক্টোবরে ভারতে শো করতে আসার কথা ছিল পপ গায়ক জাস্টিন বিবারের (Justin Bieber)। ঠিক ছিল দিল্লিতে শো করবেন তিনি। কিন্তু জানা যাচ্ছে, আগামী মাসে ভারতে আসছেন না জাস্টিন বিবার। নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে বিবৃতি দিয়ে ট্যুর বাতিল করার কথা জানিয়েছেন জনপ্রিয় গায়ক।
ভারতে আসছেন না জাস্টিন বিবার-
এদিন নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে জাস্টিন বিবার লিখেছেন, 'চলতি বছরের শুরুর দিকে আমি আমার অসুস্থতার কথা প্রকাশ্যে জানাই। জানিয়েছিলাম যে আমি র্যামসে হান্ট সিনড্রোমে আক্রান্ত। এই রোগের কারণে আমার মুখের একদিক অবশ হয়ে গিয়েছে। অসুস্থতার কারণে আমি একাধিক শো বাতিল করে দিতে বাধ্য হই। উত্তর আমেরিকা সফর আমি শেষ করতে পারিনি। বেশ কিছুদিন চিকিৎসা চলার পর, বিশ্রাম নেওয়ার পর আমি চিকিৎসকের সঙ্গে পরামর্শ করি। আমার পরিবার, এবং আমার টিমের সঙ্গেও কথা বলি। তারপর ফের শো শুরু করি। কিছুটা সুস্থ হয়েই ইউরোপ সফর করি। সেখানে আমি ৬টা লাইভ শোতে পারফর্ম করেছি। গত সপ্তাহান্তে রিওতে দারুণ একটা অনুষ্ঠান করি। অসংখ্য মানুষের ভালোবাসা পাই। কিন্তু শো শেষ করে স্টেজ থেকে নামার পরই ফের অসুস্থ বোধ করতে শুরু করি। বুঝতে পারি, এখন আমার স্বাস্থ্যের দিকে নজর দেওয়ার প্রধান লক্ষ্য হওয়া দরকার। তাই আমি ফের বিরতি নিচ্ছি। আমার যে শোগুলো রয়েছে, সেগুলো বাতিল হচ্ছে। আমার এখন বিশ্রাম নেওয়া প্রয়োজন। সুস্থ হয়ে আমি ফের ফিরে আসব। জাস্টিস ওয়ার্ল্ড ট্যুরের জন্য মানুষের কাছ থেকে যে ভালোবাসা, সমর্থন পেয়েছি, তার জন্য অনেক ধন্যবাদ। আপনাদের সবাইকে আমি ভালোবাসি।'
আরও পড়ুন - Brahmastra: মহাকালেশ্বর মন্দিরে ঢুকতে দেওয়া হল না রণবীর-আলিয়াকে
প্রসঙ্গত, গত বছরের শুরুর দিকে নিজের অসুস্থতার কথা জানান জাস্টিন বিবার। ইনস্টাগ্রামে পোস্ট করা ভিডিওতে জাস্টিন বিবার বলেন, 'আপনারা যেমন সকলে দেখতে পাচ্ছেন, আমার চোখের পলক পড়ছে না। আমি আমার মুখের একটা অংশ নাড়াতে পারছি না। সঠিকভাবে হাসতে পারছি না। একাধিক সমস্যা রয়েছে আমার মুখের নানা অংশে। আমার মুখমণ্ডলের একটা অংশ সম্পূর্ণভাবে পক্ষাঘাতে আক্রান্ত হয়েছে। যাঁরা আমার শো বাতিল করার কারণে মনে দুঃখ পেয়েছেন, তাঁদের উদ্দেশে বলতে চাই, শারীরিকভাবে সম্পূর্ণ সুস্থ না থাকার কারণে আমি শো করতে পারছি না। আপনারা দেখতেই পাচ্ছেন, এটা বেশ সিরিয়াস একটা অসুখ।' জাস্টিন বিবার জানিয়েছেন যে, তিনি এই অসুখ থেকে সেরে উঠতে মুখের নানা ব্যায়ামও করছেন। কিন্তু বুঝতে পারছেন না তাঁর সেরে উঠতে ঠিক কতটা সময় লাগবে। জাস্টিন বিবারের মুখের ডানদিক পক্ষাঘাতে আক্রান্ত হয়েছে।