ঘরে এলো 'প্রথম সন্তান', মিষ্টি ছবি পোস্ট করলেন কাজল আগরওয়াল ও তাঁর স্বামী
প্রথম সন্তানের ছবি পোস্ট করেছেন অভিনেত্রীর স্বামীও। প্রথম সন্তান যে তাঁদের জীবনে আরও রং নিয়ে এসেছে, তা তাঁদের সোশ্যাল মিডিয়া পোস্ট থেকেই বোঝা যাচ্ছে।
মুম্বই : দক্ষিণ এবং বলিউডের জনপ্রিয় অভিনেত্রী কাজল আগরওয়াল (Kajal Agarwal) ও তাঁর স্বামী গৌতম কিচলুর জীবনে এলো প্রথম সন্তান। সন্তানের নাম রেখেছেন 'মিয়া'। আর তাঁরই মিষ্টি ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলেন কাজল আগরওয়াল। প্রথম সন্তানের ছবি পোস্ট করেছেন অভিনেত্রীর স্বামীও। প্রথম সন্তান যে তাঁদের জীবনে আরও রং নিয়ে এসেছে, তা তাঁদের সোশ্যাল মিডিয়া পোস্ট থেকেই বোঝা যাচ্ছে।
আরও পড়ুন - এবার বাংলায়! 'মানিকে মাগে হিথে'র দুর্গাপুজো ভার্সনটা শুনেছেন?
অবশেষে বিয়ের পর প্রথম সন্তান এলো অভিনেত্রী কাজল আগরওয়ালের জীবনে। সন্তানের ছবি পোস্ট করে নিজের সোশ্যাল মিডিয়া হ্য়ান্ডলে অভিনেত্রী লিখেছেন, 'পরিচয় করিয়ে দিই আমাদের পরিবাররে নতুন সদস্য ছোট্ট মিয়ার সঙ্গে। যাঁরা আমাকে কাছ থেকে চেনেন, তাঁরা জানেন আমার কতটা ডগ ফোবিয়া রয়েছে। ছোটবেলা থেকেই আমার মধ্যে এই ডগ ফোবিয়া রয়েছে। কিন্তু এর পাশাপাশি গৌতম আবার কুকুরপ্রেমী। পোষ্যদের সঙ্গে বড় হয়েছে এবং তাদের ভাষা বোঝার ক্ষমতাও রয়েছে ওর। মানুষের সঙ্গে পোষ্যদের যে সুন্দর একটা বন্ধন থাকে, তা ওর মধ্যে রয়েছে। জীবন আমাদের শেখায় সকলের সঙ্গে ভালোবাসা ভাগ করে নিতে। অনেক আনন্দ, উত্তেজনা এবং ভালোবাসায় মিয়া এসেছে আমাদের জীবনে। ওর সঙ্গে জীবনটা কেমন কাটে, সেটা সবাইকে দেখানোর জন্য় আর অপেক্ষা করতে পারছি না।'
আরও পড়ুন - 'মেয়েদের প্রতি অসহিষ্ণুতা সমাজকে পিছিয়ে দেয়' আন্তর্জাতিক কন্যা সন্তান দিবসে মন্তব্য আয়ুষ্মানের
শুধু কাজল আগরওয়ালই নন, 'প্রথম সন্তান' মিয়ার বেশ কিছু মিষ্টি ছবি নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলে শেয়ার করেছেন অভিনেত্রীর স্বামী গৌতম কিচলুও। তিনি আবার ক্যাপশনে লিখেছেন, 'প্রথম সন্তান। অবশেষে কাজলকে মানাতে পেরেছি। স্বাগত জানাই ছোট্ট মিষ্টি মিয়াকে।' ডগ ফোবিয়া থাকলেও তা কাটিয়ে সন্তানরূপে পোষ্যকে দত্তক নিয়েছেন অভিনেত্রী কাজল আগরওয়াল ও তাঁর স্বামী। সন্তান হিসেবে কুকুরছানাকে পরিচয় দেওয়ার পাশাপাশি অভিনেত্রী মনে করিয়ে দিয়েছেন, এই দুনিয়ায় সকলের ভালোবাসার প্রয়োজন রয়েছে। বিশেষ করে এই সমস্ত অবলা প্রাণীগুলোর। তাঁদের দিকে আমরা যদি ভালোবাসার হাত বাড়িয়ে দিই, তাহলে এই সমাজটা এই দুনিয়াটা আরও আরও ভালোবাসায় ভরে উঠবে।