(Source: ECI/ABP News/ABP Majha)
Kajol Birthday: 'গুপ্ত'-এ নেতিবাচক অভিনয়, 'দুশমন'-এ দ্বৈত চরিত্র, দর্শকদের অভিনয়ে বার বার মুগ্ধ করেছেন কাজল
Happy Birthday Kajol: জন্মদিনে দেখে নিন কাজল অভিনীত সেরা ৫টি ছবি।
মুম্বই: তিনি যেন চিরতরুণ। তাঁর অভিনয়, স্পষ্ট ভাষা, আত্মবিশ্বাস, সব মিলিয়ে তিনি যেন সবার থেকে আলাদা। প্রবাসী বাঙালি এই কন্যা এখনও মুগ্ধ করে তরুণ হৃদয়কে। কাজল (Kajol)। আজ তাঁর জন্মদিন। দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে (Dilwale Dulhaniya Le Jayenge) থেকে শুরু করে ফনা (Faana), মাই নেম ইজ খান (My name is Khan), নিজের অভিনয়ের জোরেই মানুষের মনে জায়গা করে নিয়েছেন কাজল। আজ, তাঁর জন্মদিনে দেখে নিন কাজল অভিনীত সেরা ৫টি ছবি।
- দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে
শাহরুখ খান (Shah Rukh Khan) ও কাজলের জুটির কথা বললে প্রথম যে ছবির কথা মাথায় আসে তা, দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে। রাজ ও সিমরণের প্রেমের গল্পে বার বার ডুবেছে, ভেসেছে দর্শক। বলিউডে এখনও পর্যন্ত হিঠ ছবির তালিকায় অন্যতম এই ছবি।
- গুপ্ত- দ্য হিডন ট্রুথ
ববি দেওয়ল (Bobby Deol), মণিষা কৈরালা (Manisha Koirala)-র সঙ্গে এই ছবিতে অভিনয় করেছিলেন কাজল। এই প্রথম নেতিবাচক চরিত্রে অভিনয় করেছেন কাজল। দুর্দান্ত অভিনয়ে দর্শকদের নজর কেড়েছিলেন কাজল। যদিও এই ছবির জন্য তাঁকে সমালোচিতও হতে হয়েছিল। একজন মানসিক ভারসাম্যহীন খুনির ভূমিকায় অভিনয় করেছিলেন কাজল। ছবিতে কাজলের নাম হয়েছিল ইশা দিওয়ান।
- দুশমন
এই ছবিতে প্রথম দ্বৈত চরিত্রে অভিনয় করেছিলেন কাজল। তাঁর চরিত্রের নাম ছিল সোনিয়া ও নয়না। দুটি চরিত্র ছিল সম্পূর্ণ দুই ধরণের। একটি চরিত্র খুব চুপচাপ ও চাপা, অপর চরিত্র ভীষণ কথা বলে। এই দুই চরিত্রেই সাফল্যের সঙ্গে অভিনয় করেছিলেন কাজল।
আরও পড়ুন: Bodhon: এবার ওয়েব সিরিজে একসঙ্গে দিতিপ্রিয়া-সন্দীপ্তা, 'বোধন' পুজোর সময়
- ফণা
এই ছবিতে একজন অন্ধ মেয়ের ভূমিকায় অভিনয় করেছেন কাজল। না দেখেও আমির খানের চরিত্রের প্রেমে পড়েন তিনি। কেবল প্রেম নয়, এই গল্পে রয়েছে টান টান উত্তেজনাও। ছবিতে কাজলের চরিত্রের নাম ছিল জুনি।
- মাই নেম ইজ খান
শাহরুখ খানের সঙ্গে কাজলের আরও একটি সুপারহিট ছবি হল মাই নেম ইজ খান। কর্ণ জোহর পরিচালিত এই ছবিতে যেমন নজর কেড়েছিল শাহরুখ-কাজলের পরিণত সমীকরণ, তেমনই গল্পের বাঁধুনিও ছিল অন্যরকম।