এক্সপ্লোর
Advertisement
অবশেষে কর্ণের সমস্ত কথার জবাব দিলেন কাজল, মুখ খুললেন তাঁদের ভাঙা সম্পর্ক নিয়ে
মুম্বই: সম্প্রতি কর্ণ জোহর তাঁর আত্মজীবনীতে খোলাখুলি বলিউডের অনেক ঘটনা, বহু তারকার সঙ্গে তাঁর সম্পর্কের সমীকরণ নিয়ে মুখ খুলেছিলেন। তবে সমস্ত বিতর্কিত তথ্যের মধ্যে সবচেয়ে বেশি আলোচনা হয়েছিল কাজলের সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে। তিনি বলেন কাজল এক সময় তাঁর অন্যতম ঘনিষ্ঠ বন্ধু হলেও, আজ তাঁদের সম্পর্ক সম্পূর্ণ শেষ। অতীত হয়ে গেছেন কাজল তাঁর জীবনে। এই ঝগড়া এবং ভাঙনের জন্যে কর্ণ কাজলের স্বামী অজয় দেবগণকে দায়ী করেন।
কর্ণের এই স্বীকারোক্তির পর অজয় মুখ খুললেও, কাজল নীরব দর্শকের ভূমিকায় ছিলেন। অবশেষে মুখ খুললেন অভিনেত্রী।
কাজল এক সাক্ষাত্কারে বলেন, সম্পর্ক আসলে একটা জটিল বিষয়, এবং যেকোনও সম্পর্ক টিকিয়ে রাখাই একটা যৌথ প্রচেষ্টার ফল। এরসঙ্গে বলিউডের কোনও সম্পর্ক নেই। বলিউড তাঁদের কাজের জায়গা। কিন্তু এই বন্ধুত্ব ছিল আর পাঁচটা সাধারণ বন্ধুত্বের মতোই। সেখানে সম্পর্কের সমস্ত অনুভূতিগুলোই উপস্থিত ছিল। সেই অনুভূতির কোনও একটা আঘাত পেলে অন্যগুলো ধীরে ধীরে টলে যায়। তাই কর্ণ কাজল সম্পর্কে তাঁর ক্ষোভ প্রকাশ্যে উগড়ে দিলেও, কাজল বিষয়টাকে ব্যক্তিগত স্তরেই রাখতে চেয়েছেন। প্রকাশ্যে এবিষয়ে কোনও মন্তব্য করতে রাজি হননি।
এই সম্পর্কিত আরও খবর পড়তে ক্লিক করুন এখানে
কাজলের সঙ্গে সমস্ত সম্পর্ক শেষ, আত্মজীবনীতে ভারাক্রান্ত স্বীকারোক্তি কর্ণ জোহরের
কাজলের সঙ্গে সম্পর্কে ভাঙন, টুইটারে কর্ণকে পাল্টা অজয়
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
জেলার
ব্যবসা-বাণিজ্যের
খবর
Advertisement