কঙ্গনার পাশে অনুপম খের, দিয়া মির্জা, প্রসূন জোশীরা
বম্বে হাইকোর্ট কঙ্গনার অফিস ভাঙার উপর স্থগিতাদেশ জারি করেছে।
ग़लत ग़लत ग़लत है !! इसको bulldozer नही #Bullydozer कहते है। किसी का घरोंदा इस बेरहमी से तोड़ना बिल्कुल ग़लत है। इसका सबसे बड़ा प्रभाव या प्रहार @KanganaTeam के घर पर नहीं बल्कि मुम्बई की ज़मीन और ज़मीर पर हुआ है। अफ़सोस अफ़सोस अफ़सोस है। ☹️
— Anupam Kher (@AnupamPKher) September 9, 2020
অনুপমের ট্যুইট, ‘ভুল, ভুল ভুল!! এটাকে বুলডোজার না, বুলিডোজার বলে। কারও বাড়ি এভাবে নির্দয়ের মতো ভেঙে দেওয়া অত্যন্ত অন্যায়। এই ঘটনার প্রভাব কঙ্গনার বাড়ি না, মুম্বইয়ের জমিতে পড়েছে। অত্যন্ত হতাশাজনক ঘটনা।’
Kangana comparing Mumbai to POK is not acceptable. But there is absolutely no doubt that @mybmc moving to suddenly conduct a demolition of areas of her office space is totally questionable. Why now? Why like this? What were you doing all this while if there were irregularities?
— Dia Mirza (@deespeak) September 9, 2020
দিয়া লিখেছেন, ‘মুম্বইকে পাক অধিকৃত কাশ্মীরের সঙ্গে তুলনা করছেন কঙ্গনা। সেটা মানা যায় না। কিন্তু কোনও সন্দেহ নেই, বৃহন্মুম্বই পুরসভা যেভাবে হঠাৎ তাঁর অফিসের অংশ ভেঙে দিল, সেটা নিয়ে প্রশ্ন রয়েছে। এখন কেন? এভাবে কেন? যদি বেআইনি নির্মাণই হয়ে থাকে, তাহলে এতদিন কী করছিল?’
Stay strong @KanganaTeam you have the inner strength to see you through the toughest of times #KanganaRanaut
— Prasoon Joshi (@prasoonjoshi_) September 9, 2020
প্রসূনের ট্যুইট, ‘কঙ্গনা, কঠিন সময় পেরিয়ে যাওয়ার মতো অন্তরের শক্তি তোমার আছে। শক্ত থাকো।’
Though I did not like @KanganaTeam 's comment comparing Mumbai to POK I am appalled by the revenge demolition carried out by @mybmc You do not have to stoop so low. @CMOMaharashtra please intervene. There is a pandemic we are dealing with. Do we need this unnecessary drama?
— Renuka Shahane (@renukash) September 9, 2020
রেণুকা লিখেছেন, ‘কঙ্গনা মুম্বইয়ের সঙ্গে পাক অধিকৃত কাশ্মীরের তুলনা করে যে মন্তব্য করেছেন, সেটা আমার ভাল লাগেনি। কিন্তু বৃহন্মুম্বই পুরসভা এর বদলা নেওয়ার জন্য যেভাবে ধ্বংসকার্য চালাল, তাতে আমি হতবাক। আপনাদের এত নীচে নামতে হবে না। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দয়া করে হস্তক্ষেপ করুন। আমরা অতিমারীর মোকাবিলা করছি। আমাদের কি এই অপ্রয়োজনীয় নাটক দরকার?’
এরই মধ্যে আজ বম্বে হাইকোর্ট কঙ্গনার অফিস ভাঙার উপর স্থগিতাদেশ জারি করেছে। এ বিষয়ে বৃহন্মুম্বই পুরসভার কাছ থেকে জবাবও চেয়েছে হাইকোর্ট।