Kangana on Mahesh Babu: মহেশ বাবুর 'বিতর্কিত মন্তব্য'কে সমর্থন, কঙ্গনার প্রতিক্রিয়ায় তোলপাড় বি টাউন
মহেশ বাবুর (Mahesh Babu) বক্তব্যের প্রতিবাদ করছেন তাঁর অনুরাগীরাও। এবার মহেশ বাবুর বক্তব্যের পরিপ্রেক্ষিতে নিজের মত দিলেন বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউত (Kangana Ranaut)।
মুম্বই: সম্প্রতি নিজের ছবির প্রোমোশনে এসে বলিউডে কাজ প্রসঙ্গে নিজের বক্তব্য পেশ করেন দক্ষিণী ছবির সুপারস্টার মহেশ বাবু (Mahesh Babu)। তিনি বলেন, 'আমি সবসময়েই তেলুগু ছবিতে অভিনয় করতে চেয়েছি এবং চেয়েছি গোটা ভারতের মানুষ তাই দেখবেন। এখন যখন সেটা হচ্ছে আমি খুব খুশি। আমার সবসময়ে এই মত যে আমার শক্তি হচ্ছে তেলুগু ছবি এবং আমি যে অনুভূতিটা বুঝি সেটা তেলুগু ছবির। আমার কথায় ঔদ্ধত্য মনে হতে পারে, আমি হিন্দি ছবির প্রচুর অফার পাই। কিন্তু আমার মনে হয় আমাকে নিয়ে ছবি বানানোর সামর্থ্য নেই বলিউডের। আমি আমার সময় নষ্ট করতে চাই না। তেলুগু সিনেমায় যে স্টারডম ও ভালবাসা আমি পাই, আমি কখনও অন্য কোনও ইন্ডাস্ট্রিতে যাওয়ার কথা ভাবিইনি। আমি সবসময়ে ভেবেছি যে আমি এখানে ছবি করব এবং তা বড় হবে এং আমার বিশ্বাস এখন ধীরে ধীরে বাস্তবায়িত হচ্ছে। এর থেকে বেশি আনন্দের কিছুই নেই।' তাঁর এই কথাকে ঘিরেই দেখা দিয়েছে বিতর্ক। প্রতিবাদ করছেন তাঁর অনুরাগীরাও। এবার মহেশ বাবুর এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে নিজের মত দিলেন বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউত (Kangana Ranaut)।
মহেশ বাবুর বক্তব্যকে সমর্থন কঙ্গনা রানাউতের-
সামনেই মুক্তি পাবে কঙ্গনা রানাউতের আগামী ছবি 'ধাকড়'। ছবির প্রচারে এসে এক সাক্ষাৎকারে অভিনেত্রী বলেন, 'উনি (মহেশ বাবু) তো ঠিক কথাই বলেছেন। আমি ওঁর বক্তব্যের সঙ্গে সম্পূর্ণভাবে সহমত পোষণ করি। আমি জানি উনি বহু ছবি নির্মাতাদের কাছ থেকে প্রস্তাব পেয়েছেন। কিন্তু ওঁর মতো অভিনেতারাই তেলুগু ছবির ইন্ডাস্ট্রিকে বর্তমানে দেশের এক নম্বর ফিল্ম ইন্ডাস্ট্রি তৈরি করেছেন। তাই, অবশ্যই বলিউডের সামর্থ নেই ওঁকে নিয়ে ছবি তৈরি করার।'
আরও পড়ুন - Madhuri Dixit Birthday: কোন বাঙালি নায়কের বিপরীতে অভিনয় করে বলিউডে পা রাখেন মাধুরী? জানুন অজানা তথ্য
কঙ্গনা আরও বলেন, 'ও যেভাবে নিজের ছবির ইন্ডাস্ট্রি সম্পর্কে সম্মান শ্রদ্ধা জানিয়েছেন, তা অস্বীকার করা যায় না। আমরা এটাও অস্বীকার করতে পারি না যে তেলুগু ছবির ব্যবসা আগে কেমন ছিল আর বর্তমানে কেমন। গত ১০ থেকে ১৫ বছরে ওঁদের মতো অভিনেতারা কঠোর পরিশ্রম করে আজ তেলুগু ছবির ইন্ডাস্ট্রিকে এতটাই উচ্চতায় নিয়ে গিয়েছে যে, তা আজ সবাইকে পিছনে ফেলে দিয়েছে। আমরা শুধু ওঁদের থেকে শিখতে পারি।'
কঙ্গনা রানাউতের এই প্রতিক্রিয়ার পর শোরগোল পড়ে গিয়েছে বি টাউনেও। সকলের জানা আছে এর আগে নেপোটিজম বিতর্কেও সরব হয়েছিলেন কঙ্গনা। পাশাপাশি বর্তমানে তিনি দক্ষিণী ছবিতেও অভিনয় করছেন। কিছুদিন আগেই অজয় দেবগন এবং কিচ্চা সুদীপের মধ্যে ভাষা সংক্রান্ত বিষয়ে নানা মত পার্থক্য দেখা দেয়। সেই প্রসঙ্গেও কঙ্গনা জানান যে, সমস্ত ভাষাকেই সম্মান জানানো উচিত।