Kangana Ranaut On Pathaan : 'পাঠানের সাফল্য নিয়ে যদি এই কথাটা একবার শুনি ...'
Kangana Ranaut On Pathaan Issue : সম্প্রতি ট্যুইটারে ফিরেছেন কঙ্গনা। ফিরেই আক্রমণের ঝড়। এবার তাঁর লেখার বিষয় 'পাঠান' ও হিন্দুত্ববাদ !
মুম্বই : 'পাঠান' (Pathaan) ছবি মুক্তির পর থেকেই শাহরুখ অনুরাগীদের উৎসব শুরু হয়ে গিয়েছে। একদিকে যেমন ছবি রেকর্ডের পর রেকর্ড ভাঙছে, তেমনই কুড়িয়ে নিচ্ছে ভক্তদেন ভালবাসা, সমালোচকদের দেদার সার্টিফিকেট। এরই মধ্যে অ্যান্টি-পাঠান লবিকে একহাত নিয়ে কেউ কেউ বলছেন, এই সাফল্য হল ঘৃণার উপর ভালবাসার জয়। কিন্তু কঙ্গনা রানাউত হাঁটলেন উল্টো পথে। তিনি একের পর এক ট্যুইট ( Kangana Ranaut Tweet ) করে চলেছেন। আর ট্রোলডও হচ্ছেন সমানতালে।
সম্প্রতি ট্যুইটারে ফিরেছেন কঙ্গনা। ফিরেই আক্রমণের ঝড়। এবার তাঁর লেখার বিষয় 'পাঠান' ও হিন্দুত্ববাদ ! কঙ্গনা রানাউত বলেছেন, "বলিউডের লেকজন, এই আখ্যান তৈরি করার চেষ্টা করবেন না যে আপনারা এই দেশে হিন্দুদের ঘৃণার শিকার। আমি যদি আবার 'ঘৃণার উপর বিজয়' শব্দটি শুনি, তবে আপনাদের সেই ক্লাস নেব, যেমনটা নেওয়া হয়েছিল গতকাল। আপনার সাফল্য উপভোগ করুন এবং ভাল কাজ করুন, রাজনীতি থেকে দূরে থাকুন।"
আরও পড়ুন :
বক্স অফিসে 'পাঠান' ঝড়, শাহরুখ-দীপিকা-জন অভিনীত ছবির নতুন ২০ রেকর্ড
কঙ্গনা তার টুইটের জন্য সবসময়ই শিরোনামে থাকেন। 'পাঠান' ছবি মুক্তির পর থেকেই তিনি একটানা টুইট করে চলেছেন । আগেও তিনি এই বিষয়টি নিয়ে প্রশ্ন তুলেছিলেন। তাঁর প্রশ্ন ছিল "ভারতের জন্য লড়াই এবং তাতে দুই পক্ষ কারা? জাতীয়তাবাদী বনাম অ্যান্টি-ন্যাশনালিস্ট, বিজেপি বনাম কংগ্রেস, ভারত বনাম পাকিস্তান, আম আদমি বনাম সুবিধাপ্রাপ্ত শ্রেণী, পণ্ডিত বনাম পাঠান, আপনাদের রাজনীতি, রাজনীতি আর আমাদের রাজনীতি ধর্মান্ধতা? তাজ্জব তো !!"
কঙ্গনা টুইটে একের পর এক মন্তব্য করেন নেট ব্যবহারকারীরা। রীতিমতো ট্রোল করা হয় তাঁকে। ডাঃ নিমো যাদব নামে এক সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী কঙ্গনার একটি পোস্টে লিখেছেন, 'পাঠানের একদিনের উপার্জন আপনার সারাজীবনের উপার্জনের চেয়ে বেশি। এর জবাবে কঙ্গনা বলেন, 'নিমো ভাই, আমি আমার আর্থিক অবস্থা নিয়ে খুব একটা চিন্তিত নই। আমি আমার বাড়ি, আমার অফিস, সবকিছু বন্ধক রেখেছি শুধুমাত্র একটি ফিল্ম বানানোর জন্য যা ভারতের সংবিধান এবং এই মহান জাতির প্রতি আমাদের ভালবাসার উদযাপন করবে। সবাই টাকা রোজগার করে। কেউ কেউ আছেন যিনি উড়তে পারেন।'
'পাঠান'-এর ঝুলিতে এখন একের পর এক রেকর্ড। 'এক থা টাইগার' ও 'ওয়ার'-এর পর এটি তৃতীয় 'যশ রাজ ফিল্মস স্পাই ইউনিভার্স' ছবি যা প্রথম দিনে রেকর্ড ব্যবসা করল। শাহরুখ খানের জন্য প্রথম ও দ্বিতীয় দিনে সর্বোচ্চ ব্যবসা করা ছবি। দীপিকা পাড়ুকোনের জন্যও সর্বোচ্চ ব্যবসা করা প্রথম ও দ্বিতীয় দিন।