Kangana Ranaut : 'লতা মঙ্গেশকরকে সম্মান দিতে ব্য়র্থ অস্কার ও গ্র্যামি', বিস্ফোরক কঙ্গনা
Kangana Ranaut : লতা মঙ্গেশকর ২০২২ সালের ৬ ফেব্রুয়ারি মাল্টি অরগ্যান ফেলিওর হয়ে মারা যান। তিনি প্রায় এক মাস ধরে মুম্বইয়ের একটি হাসপাতালে ভর্তি ছিলেন। করোনার সঙ্গেও লড়াই করছিলেন তিনি। লতা মঙ্গেশকর ৯২ বছর বয়সে মারা যান।
মুম্বই: লতা মঙ্গেশকরকে 'যোগ্য সম্মান' দেওয়া হয়নি। সোশ্যাল মিডিয়ায় এবার বিস্ফোরক কঙ্গনা রানাউত (Kangana Ranaut)। অস্কারে বলিউড গায়িকা লতা মঙ্গেশকরকে তাদের 'ইন মেমোরিয়াম' (In Memoriam) রিল থেকে বাদ দেওয়ার এক সপ্তাহ পরে, গ্র্যামি নিয়েও বিরক্ত অনুরাগীরা। কোকিলকণ্ঠী লতা মঙ্গেশকরকে গ্র্যামি থেকেও উপেক্ষা করা হল। আর এবার সেই বিষয়েই মুখ খুললেন বলিউডের 'লক্ষ্মীবাঈ'।
গ্র্যামিতে কাকে কাকে সম্মান?
লাস ভেগাসের এমজিএম গ্র্যান্ড গার্ডেন অ্যারেনায় স্থানীয় সময় রবিবার রাতে অনুষ্ঠিত ৬৪তম বার্ষিক গ্র্যামি অ্যাওয়ার্ডসে প্রয়াত ব্রডওয়ে সুরকার স্টিফেন সন্ডহেইমের প্রতি আন্তরিক শ্রদ্ধা প্রদর্শন করা হয়। ফু ফাইটারসের ড্রামার টেলর হকিন্স এবং অন্যান্য উল্লেখযোগ্য সঙ্গীত কিংবদন্তির প্রতিও শ্রদ্ধা জানানো হয়। কিন্তু সেই তালিকায় রইলেন না লতা মঙ্গেশকর (Lata Mangeshkar)।