Kangana Back on Twitter: প্রায় ২০ মাস পর ট্যুইটারে ফিরলেন কঙ্গনা, 'ভাল লাগছে', পোস্টে জানালেন
Kangana Ranaut: ২০২১ সালে পশ্চিমবঙ্গের ভোটে বিজেপিকে হারিয়ে ফের ক্ষমতায় আসে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস। এরপর 'ভোট পরবর্তী হিংসা'য় বারবার উত্তপ্ত হয়েছে রাজ্য রাজনীতি।
নয়াদিল্লি: ২০ মাসের অপেক্ষার অবসান। ট্যুইটারে ফিরে এলেন বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউত (Bollywood Star Kangana Ranaut)। ২৪ জানুয়ারি, ২০২৩, প্রায় ২০ মাসেরও বেশি সময় পর কঙ্গনা রানাউতের ট্যুইটার হ্যান্ডল (twitter handle) পুনরুদ্ধার (restore) হল। পোস্ট করে ঘোষণা অভিনেত্রীর।
২০ মাস পর ট্যুইটারে প্রত্যাবর্তন কঙ্গনার
২৪ জানুয়ারি নিজের ট্যুইটারে প্রায় ২০ মাস পর পোস্ট করলেন কঙ্গনা রানাউত। লিখলেন, 'নমস্কার সকলকে, আবার ফেরত এসে ভাল লাগছে'। মাত্র ১০ মিনিটেরও কম সময়ে তাঁর ট্যুইটে ভিউ সংখ্যা ছাড়ায় ৫৯ হাজার। নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলে স্টোরি দিয়েও ট্যুইটারে ফেরত আসার কথা ঘোষণা করেন তিনি। লেখেন, 'ট্যুইটারে ফিরে এসে ভাল লাগছে'। একইসঙ্গে নিজের আগামী ছবি 'ইমার্জেন্সি'র শ্যুটিং শেষের স্ক্রিনশট পোস্ট করেন।
Hello everyone, it’s nice to be back here 🙂
— Kangana Ranaut (@KanganaTeam) January 24, 2023
২০২১ সালের ৪ মার্চ, অভিনেত্রীর ট্যুইটার হ্যান্ডল বন্ধ করে দেওয়া হয় পশ্চিমবঙ্গের ভোট পরবর্তী হিংসা সম্পর্কিত তাঁর বিতর্কিত পোস্টের জন্য। বারবার কঙ্গনার পোস্ট ট্যুইটার পলিসির 'ঘৃণ্য আচরণ এবং আপত্তিজনক আচরণ'-এর বিধি লঙ্ঘন করে বলে জানা যায়। সেই কারণে অ্যাকাউন্ট বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয় কর্তৃপক্ষের তরফে।
প্রসঙ্গত, সোশ্যাল মিডিয়ায় সবসময়েই খোলাখুলিই মন্তব্য করেন কঙ্গনা। তাঁর প্রতিক্রিয়া বিভিন্ন সময়েই একাধিক বিতর্কের জন্ম দেয়। ২০২১ সালে পশ্চিমবঙ্গের ভোটে বিজেপিকে হারিয়ে ফের ক্ষমতায় আসে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস। এরপর 'ভোট পরবর্তী হিংসা'য় বারবার উত্তপ্ত হয়েছে রাজ্য রাজনীতি। রাজ্যে 'রাষ্ট্রপতি শাসন' ঘোষণা করা উচিত বলেও মন্তব্য করেন কঙ্গনা, এমনকী এই হিংসার জন্য তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে সরাসরি দায়ী করেন।
একটি বিবৃতিতে ট্যুইটার মুখপাত্র বলেন, 'আমরা স্পষ্ট বলেছি যে অফলাইন ক্ষতির সম্ভাবনা রয়েছে এমন আচরণের উপর আমরা শক্তিশালী প্রয়োগকারী পদক্ষেপ নেব।' সেই সময়েই কঙ্গনার অ্যাকাউন্ট সাসপেন্ড করে দেওয়া হয়।
যখন কোনও অ্যাকাউন্ট স্থায়ীভাবে স্থগিত করা হয়, তখন ওই অ্যাকাউন্ট ব্যবহারকারীকে তাঁদের লঙ্ঘন করা নিয়ম সম্পর্কে অবহিত করা হয় বলে জানা গেছে ট্যুইটারের তরফে। ২০২০ সালে, কঙ্গনার বোন রঙ্গোলির অ্যাকাউন্ট এই মাইক্রোব্লগিং ওয়েবসাইটে স্থগিত করা হয়েছিল। এরপর টুইটারে সক্রিয় হয়ে ওঠেন অভিনেত্রী। আপাতত ইনস্টাগ্রামে বেশ সক্রিয় 'ক্যুইন' অভিনেত্রী। সেখানেই তাঁর কাজের বা ব্যক্তিগত আপডেট শেয়ার করেন কঙ্গনা।
আরও পড়ুন: 'Bholaa' Teaser: মেয়ের কাছে পৌঁছনোর লড়াইয়ে অজস্র সমস্যার সম্মুখীন 'ভোলা', প্রকাশ্যে দ্বিতীয় টিজার
প্রসঙ্গত, কঙ্গনা রানাউত আনছেন তাঁর আগামী ছবি 'ইমার্জেন্সি'। ছবির পরিচালনার দায়িত্বে রয়েছেন তিনি নিজেই। ইন্দিরা গাঁধীর চরিত্রে অভিনয় করবেন তিনি। এছাড়া ছবিতে অনুপম খের, মহিমা চৌধুরি, বিশাক নায়ার, শ্রেয়স তলপড়েকে দেখা যাবে। এছাড়া 'নটি বিনোদিনী' ছবিতেও তাঁকে দেখা যাবে।