এক্সপ্লোর
Advertisement
‘কেউ কেউ তো বউকে ট্রফির মতো রাখে’, ফের হৃতিককে খোঁচা কঙ্গনার
মুম্বই: ‘মি টু’ বিতর্কে বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউত বিকাশ বহলের বিরুদ্ধে অভিযোগকারিনীদের সমর্থন করেছিলেন। শুধু তাই নয়, তিনি নিজেও বিকাশ বহলের বিরুদ্ধে তাঁর সঙ্গে অভব্য ব্যবহারের অভিযোগ করেছিলেন। এবার কঙ্গনার আরও একটি মন্তব্য প্রকাশ্য এল এবং এ ব্যাপারে তিনি হৃত্বিক রোশনের প্রসঙ্গও উল্লেখ করেছেন।
কঙ্গনা এক বিবৃতিতে জারি করে বলেছেন, ‘বিকাশ বহলের সঙ্গে যা হচ্ছে তা ঠিকই হচ্ছে। বিকাশ বহল একাই নন, ইন্ডাস্ট্রিতে তাঁর মতো লোক আরও রয়েছে। মহিলাদের এখনও উল্লসিত হওয়ার কিছু নেই। কারণ, এখনও অনেক কিছু করার বাকি রয়েছে।আমাদের মহিলাদের জন্য সুরক্ষিত স্থান তৈরি করতে হবে। এমন অনেক লোক আছে যারা কারুর সঙ্গে সম্পর্ক তৈরি করতে ভালোবাসা ও বিয়ের মিথ্যে প্রতিশ্রুতি দেয়। এটাও এক ধরনের শোষণ। কেউ কেউ তো নিজের বউকে ট্রফির মতো আর তরুণীদের প্রেমিকার মতো রাখে, যেমন হৃতিক।ওই সমস্ত লোকজন অল্পবয়সী মেয়েদের ভুল বুঝিয়ে ব্যবহার করে।এই ব্যক্তিদের বয়কট করা উচিত’।
কঙ্গনা হৃতিকের বিরুদ্ধে দ্বিচারিতার অভিযোগও করেছেন। তাঁর অভিযোগ, হৃত্বিক একদিকে নিজেই মহিলাদের সঙ্গে এধরনের ব্যবহার করেন আর অন্যদিকে, ‘মি টু’ নিয়ে বিভিন্ন মন্তব্য করেন।
হৃতিক বর্তমানে বিকাশ বহল নির্মিত ‘সুপার ৩০’ সিনেমায় কাজ করছেন। কিন্তু বিকাশ বহলের বিরুদ্ধে অভিযোগ ওঠার পর তাঁর সঙ্গে ভবিষ্যতে কাজ না করার কথা জানিয়েছেন হৃতিক।
উল্লেখ্য, কঙ্গনা এর আগেও হৃতিকের বিরুদ্ধে বেশ কিছু গুরুতর অভিযোগ করেছিলেন। প্রায় দু বছর আগে কঙ্গনা হৃতিকের বিরুদ্ধে বিয়ের মিথ্যে প্রতিশ্রুতির অভিযোগ করেছিলেন। হৃতিক অবশ্য ওই অভিযোগ খারিজ করে কঙ্গনার মানসিক সুস্থতা নিয়েও প্রশ্ন তুলেছিলেন।
বক্স অফিসে ফের দুজনের দ্বৈরথ দেখা যাবে। আগামী বছরের ২৫ জানুয়ারি মুক্তি পাচ্ছে কঙ্গনার ‘মণিকর্নিকা’। ওই দিনই মুক্তি পাবে হৃতিকের ‘সুপার ৩০’।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
জেলার
Advertisement