Kangana Ranaut: নাম না করে আলিয়া ও মহেশ ভট্টকে আক্রমণ, বিস্ফোরক মন্তব্য কঙ্গনার
পরিচালক সঞ্জয়লীলা বনশালির এই ছবি নিয়ে প্রত্যাশা অনেক। কিন্তু তার মাঝেই নাম না করে আলিয়া ভট্ট, মহেশ ভট্টকে এবং 'গাঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি'র বক্স অফিস কালেকশন নিয়ে বিস্ফোরক মন্তব্য করতে শোনা গেল কঙ্গনাকে।
মুম্বই: ফের একবার 'গাঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি' (Gangubai Kathiawadi) নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউত (Kangana Ranaut)। আর মাত্র কয়েকদিন পরই সিনেমা হলে মুক্তি পাবে বহু প্রতীক্ষিত এই ছবি। পরিচালক সঞ্জয়লীলা বনশালির এই ছবি নিয়ে প্রত্যাশা অনেক। কিন্তু তার মাঝেই নাম না করে আলিয়া ভট্ট, (Alia Bhatt) মহেশ ভট্টকে (Mahesh Bhatt) এবং 'গাঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি'র বক্স অফিস কালেকশন নিয়ে বিস্ফোরক মন্তব্য করতে শোনা গেল কঙ্গনা রানাউতকে।
এদিন নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে বেশ দীর্ঘ একটি লেখা লিখেছেন বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউত। তিনি লেখেন, 'এই শুক্রবার ফের বক্স অফিসে দুশো কোটি টাকা পুড়ে ছাই হবে। পাপা (মুভি মাফিয়া ড্যাডি) কি পরী (যে পছন্দ করে নিজের কাছে ব্রিটিশ পাসপোর্ট রাখতে)। কারণ, পাপা প্রমাণ করতে চায় যে, যে কেউ অভিনয় করতে পারে। এই ছবির সবথেকে দুর্বল দিকই হচ্ছে এই ছবির কাস্টিং। এরা কিছুতেই শোধরাবে না। আশ্চর্য হওয়ার কোনও কারণ নেই যে, সিনেমা হলগুলোতে দক্ষিণের এবং হলিউডের ছবিই চলবে যতদিন বলিউডের ভাগ্য এই সমস্ত মুভি মাফিয়াদের হাতে রয়েছে।'
আরও পড়ুন - Dadagiri: 'দাদাগিরি'তেও বাজিমাত ভুবন বাদ্যকরের, মঞ্চ মাতল 'কাঁচা বাদাম' গানে
কঙ্গনা রানাউত আরও লেখেন, 'বলিউডের মাফিয়া ড্যাডি পাপা যে কিনা এই ইন্ডাস্ট্রিতে কাজ করার সমস্ত সংস্কৃতিটাই একা হাতে নষ্ট করে দিচ্ছে। আবেগের ভেক ধরে বহু বড় পরিচালক এবং প্রযোজকদের এই সমস্ত ছবি তৈরি করতে বাধ্য করছে। ছবি মুক্তি পাওয়ার পর এর ফল টের পাওয়া যাবে। এঁকে এখনই মানুষের থামিয়ে দেওয়া দরকার। এই ব্যক্তিকে বিনোদন দেওয়া বন্ধ করতে হবে মানুষকে। এই শুক্রবার একজন বড় নায়ক এবং একজন সেরা পরিচালকও এই ম্যানিপুলেশনের শিকার হতে চলেছেন।'
প্রসঙ্গত, এর আগেই 'গাঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি' নিয়ে নানা বিতর্কিত মন্তব্য করেছেন কঙ্গনা রানাউত। কিছুদিন আগেই এক খুদে 'গাঙ্গুবাঈ' আলিয়া ভট্টের নকল করে ভিডিও তৈরি করে আর তা সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে পোস্ট করে। সেই খুদেকে কটাক্ষ করে নানা কথা বলেন অভিনেত্রী।