মাল্টিপ্লেক্সে মুক্তি না পেলে দর্শকদের সিঙ্গল স্ক্রিনে 'থালাইভি' দেখার আর্জি কঙ্গনার
কঙ্গনা রানাউতের ছবি 'থালাইভি' মুক্তি পাওয়ার ক্ষেত্রে বাধা আসছে মাল্টিপ্লেক্সের তরফে, দাবি অভিনেত্রীর। দর্শকদের কাছে সিঙ্গল স্ক্রিনে ছবিটি দেখার আর্জি কঙ্গনার। ১০ সেপ্টেম্বর ছবিটি মুক্তি পাওয়ার কথা।
মুম্বই: কঙ্গনা রানাউতের জন্মদিনে মুক্তি পায় তাঁর নতুন ছবি 'থালাইভি' (Thalaivii)-এর ট্রেলার। তখন থেকেই দর্শকদের মধ্যে বেশ সাড়া ফেলেছে এই ছবি। যখন অনেক পরিচালকই নিজেদের সিনেমা হলে মুক্তির ক্ষেত্রে পিছিয়ে আসছেন, তখন এই ছবির নির্মাতা ভরসা রেখেছেন প্রেক্ষাগৃহে। করোনা অতিমারীর বিধিনিষেধ শিথিল হওয়ার পর এই ছবি তৃতীয় বৃহত্তম প্রজেক্ট যা সিনেমা হলে মুক্তি পেতে চলেছে।
'থালাইভি' ছবি মুক্তির প্রাক্কালে কঙ্গনা নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলে একটি ভিডিও পোস্ট করেছেন। সেখানে অভিনেত্রী বিভিন্ন মাল্টিপ্লেক্স সংস্থাগুলির কাছে তাঁর এই বহু প্রতীক্ষিত ছবি দেখানোর আবেদন জানিয়েছেন। পোস্টে তিনি দুই বড় সংস্থাকে ট্যাগও করেছেন।
'করোনা অতিমারীর আবহে সিনেমা হলগুলি বেশ ক্ষতির সম্মুখীন হয়েছে। একইসঙ্গে ওটিটি প্ল্যাটফর্মগুলি প্রসার বাড়িয়েছে। থালাইভি ছবিটি ৯০ কোটি টাকা বাজেট নিয়ে তৈরি হয়েছে, যা মহিলা-কেন্দ্রীক ছবির ক্ষেত্রে সর্বাধিক। প্রযোজকেরা ছবিটি সিনেমা হলে মুক্তি পাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। স্ট্রিমিং প্ল্যাটফর্মের বড়সড় অফার তাঁরা প্রত্যাখ্যান করেছেন। যদিও, আমরা বুঝিনি যে থিয়েটারগুলো আমাদের সঙ্গে সহযোগিতা করবে না,' জানান কঙ্গনা।
View this post on Instagram
'ক্যুইন' অভিনেত্রীর কথায়, হলে মুক্তি এবং ডিজিট্যাল মুক্তির মাঝে চার সপ্তাহের ব্যবধান থাকা সত্ত্বেও মাল্টিপ্লেক্স চেইনগুলি 'থালাইভি' ছবিটি থিয়েটারে রিলিজ করছে না। তাঁর কথায় মাল্টিপ্লেক্স কর্তৃপক্ষগুলির 'গ্রুপিজম' অর্থাৎ 'দলবাজি' করা বন্ধ করা উচিত এবং সাধারণ মানুষকে হলে আসার জন্য উৎসাহিত করা উচিত।
অনুরাগীদের উদ্দেশে কঙ্গনার বক্তব্য়, 'দয়া করে ছবিটি সিঙ্গল স্ক্রিন বা স্ট্রিমিং প্ল্যাটফর্মে দেখুন যদি মাল্টিপ্লেক্সগুলি এই ছবি মুক্তি না করে।'
সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়ায় একাধিক পোস্ট করেন অভিনেত্রী। তাঁর বক্তব্য এই খারাপ সময়ে সকলের উচিত সকলের পাশে দাঁড়ানো। তার বদলে একাধিক মাল্টিপ্লেক্স চেইন তাঁদের বিরুদ্ধে 'দলবাজি' করছে বলে মন্তব্য তাঁর।
'থালাইভি' ছবিটি রুপোলি পর্দায় ১০ সেপ্টেম্বর মুক্তি পাওয়ার কথা। ছবিটি তামিলনাড়ুর প্রাক্তন মুখ্যমন্ত্রী জয়ললিতার জীবনের ওপর তৈরি। ছবিটি মুক্তি পাবে হিন্দি, তামিল ও তেলেগু ভাষায়।