এক্সপ্লোর
Advertisement
বোন রঙ্গোলির চিকিত্সার জন্য অপছন্দের সিনেমাতেও কাজ করতে হয়েছিল, বললেন কঙ্গনা
ফিল্ম ইন্ডাস্ট্রিতে নিজের জায়গা করে নিতে কঠোর সংগ্রাম করতে হয়েছিল বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউতকে। লড়াইয়ের সেই দিনগুলির কথা স্মরণ করে নিজের অভিজ্ঞতার কথা জানিয়েছেন কঙ্গনা। তিনি বলেছেন, যখন তাঁর বোন রঙ্গোলির ওপর অ্যাসিড হামলা হয়েছিল, তখন শুধু মানসিক দিক থেকেই নয়, আর্থিক দিক থেকেই দুর্বল হয়ে পড়েছিলেন।
নয়াদিল্লি: ফিল্ম ইন্ডাস্ট্রিতে নিজের জায়গা করে নিতে কঠোর সংগ্রাম করতে হয়েছিল বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউতকে। লড়াইয়ের সেই দিনগুলির কথা স্মরণ করে নিজের অভিজ্ঞতার কথা জানিয়েছেন কঙ্গনা। তিনি বলেছেন, যখন তাঁর বোন রঙ্গোলির ওপর অ্যাসিড হামলা হয়েছিল, তখন শুধু মানসিক দিক থেকেই নয়, আর্থিক দিক থেকেই দুর্বল হয়ে পড়েছিলেন।
কঙ্গনা বলেছেন, রঙ্গোলির ওপর যখন অ্যাসিড হামলা হয়, তখন তাঁর বয়স ছিল মাত্র ১৯। একদিকে, কিছু করে দেখানোর উত্সাহ, অন্যদিকে, সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার জন্য ছিল না কেউ। এ সত্ত্বেও হার মানেননি হিন্দি সিনেমার ‘কুইন’। বেশি বেশি অর্থোপার্জন করে রঙ্গোলির চিকিত্সা ভালো চিকিত্সকদের দিয়ে করাতে চেয়েছিলেন তিনি।
কঙ্গনা জানিয়েছেন, ওই সময় তাঁর আশেপাশে সমবয়সী মেয়েরা যখন ছোটখাটো সমস্যা নিয়ে নাজেহাল হয়ে যেত, তখন তাঁকে জীবনের অন্য একটা লড়াই লড়তে হয়েছিল। বেশ কয়েকবার অন্য ব্যক্তিদের উল্টো-পাল্টা কথাও শুপতে হয়েছিল তাঁকে। কাজের চাপ এত বেশি ছিল যে, কান্নার সময়টুকুও মিলত না।
কঙ্গনা বলেছেন, রঙ্গোলির অস্ত্রোপচারের জন্য অর্থ জমাতে চেয়েছিলেন। যে কোনও সিনেমায় কোনও ভূমিকাতেই অভিনয় করতেন তিনি। এমনও কিছু সিনেমা ছিল, যেগুলিতে অনিচ্ছা সত্ত্বেও কাজ করেছেন।
বর্তমানে আগামী সিনেমা ‘পঙ্গা’ নিয়ে আলোচনার কেন্দ্রে রয়েছেন কঙ্গনা। সিনেমার ট্রেলার সামনে এসেছে। এই সিনেমায় খেলোয়াড়ের চরিত্রে দেখা যাবে তাঁকে। এই চরিত্র ফুটিয়ে তুলতে প্রচুর পরিশ্রম করতে হয়েছে তাঁকে।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
লাইফস্টাইল-এর
জেলার
ব্যবসা-বাণিজ্যের
Advertisement