Karan Deol Marriage: দীর্ঘদিনের বান্ধবী দৃশার সঙ্গে সাত পাকে বাঁধা পড়লেন সানি দেওলের পুত্র কর্ণ
Karan Deol Marriage First Photo: আজকের অনুষ্ঠানেও বলিউডের বেশ কিছু অভিনেতা অভিনেত্রী উপস্থিত ছিলেন। সোশ্যাল মিডিয়াতেও নবদম্পতিকে শুভেচ্ছা বার্তা জানিয়েছেন বন্ধুবান্ধব, সহকর্মী থেকে শুরু করে অনুরাগীরাও
মুম্বই: সাত পাকে বাঁধা পড়লেন সানি দেওলের পুত্র কর্ণ দেওল (Karan Deol) ও দৃশা আচার্য্য (Drisha Acharya)। প্রকাশ্যে এল বিয়ের পরে তাঁদের প্রথম ছবি। সোশ্যল মিডিয়ায় এই ছবি ভাগ করে নিয়েছেন নবদম্পতি থেকে শুরু করে পরিবারের অনেকেই। পঞ্জাবি রীতি মেনে পালন হল বিয়ের যাবতীয় অনুষ্ঠান।
সোশ্যাল মিডিয়ায় আজ বিয়ের ছবি ভাগ করে নিয়েছেন কর্ণ দেওল। তিনি লিখেছেন, 'তুমি আমার আজ ও আগামীকালে থাকবে। আমাদের জীবনের এটা একটা সুন্দর শুরু। যাঁদের ভালবাসা, আশীর্বাদ আমাদের ঘিরে রয়েছে, তাঁদের অনেক অনেক ধন্যবাদ আর শ্রদ্ধা।'
সঙ্গীত ও যাবতীয় রীতিনীতি মেনেই দীর্ঘদিনের বান্ধবী দৃশাকে বিয়ে করেছেন কর্ণ। অন্যদিকে, দৃশার সঙ্গেও যোগ রয়েছে রুপোলি পর্দার। পরিচালক বিমল রায়ের প্রপৌত্রী তিনি। বিয়ের দিনের জন্য একটি অফ হোয়াইটের ওপর সোনালি জরি ও সুতোর কাজ করা শেরওয়ানি বেছেছিলেন কর্ণ। অন্যদিকে নববধূ দৃশা পরেছিলেন সাবেকি লাল লেহঙ্গা। হাতের হালকা ডিজাইনের মেহেন্দির সঙ্গে গলা ভরা চোকার পরেছিলেন তিনি। কপালে ছিল ভারি টিকলি। কানে মানানসই দুল ও হাতের চূড়ায় অপূর্ব দেখাচ্ছিল দৃশাকে। সোশ্যাল মিডিয়ায় বিবাহের ছবি শেয়ার করে নিয়েছেন তিনিও।
নব বর-বধূর ছবি প্রকাশ্যে আসার আগেই সোশ্যাল মিডিয়ায় ঘোরাফেরা করছিল বাবা সানি দেওল, দাদু ধর্মেন্দ্র, ঠাকুমা প্রকাশ কৌর, কাকা ববি দেওল ও অভয় দেওলের ছবি ও ভিডিও। নাতির বিয়েতে বারাতে হাঁটতে দেখা গেল ধর্মেন্দ্রকে। আসর জমিয়ে দিলেন তিনি। বারাতে নাচ করতে দেখা গেল কর্ণকেও।
এর আগে প্রকাশ্যে এসেছিল কর্ণের সঙ্গীতের ছবি। এদিন কর্ণ ও দৃশার পোশাকে ছিল রঙমিলান্তি। গাঢ় নীল রঙের ভারি কাজের শেরওয়ানি পরেছিলেন কর্ণ। দৃশার গায়েও দেখা গিয়েছিল গাঢ় নীলের ওপর সোনালি কাজের লেহঙ্গা। মুম্বইয়ের একটি পাঁচতারা হোটেলে আয়োজন করা হয়েছিল সেই অনুষ্ঠানের। হাজির ছিলেন বলিউডের একাধিক চেনা মুখ।
আজকের অনুষ্ঠানেও বলিউডের বেশ কিছু অভিনেতা অভিনেত্রী উপস্থিত ছিলেন। সোশ্যাল মিডিয়াতেও নবদম্পতিকে শুভেচ্ছা বার্তা জানিয়েছেন বন্ধুবান্ধব, সহকর্মী থেকে শুরু করে অনুরাগীরাও।
View this post on Instagram
আরও পড়ুন: Curly Hair: কোঁকড়ানো চুল ধুয়ে পরিষ্কার করার ক্ষেত্রে কী কী নিয়ম অতি অবশ্যই মেনে চলতে হবে?