Iman Chakraborty: খুদে ভক্তের কান্না থামাতে অনুষ্ঠান শেষে ফের গান ধরলেন ইমন
Iman Chakraborty News: অনুষ্ঠানের পরে তাঁর সঙ্গে দেখা করতে আসে এক খুদে। তার দাবি, 'আলাদা আলাদা' গানটি শুনতে পায়নি বলে মনখারাপ তার। এক্কেবারে ইমনের কাছে এসে সেই আর্জি জানায় সে।
কলকাতা: সুর বোধহয় পরিচয় জানতে চায় না। চেনাজানা না হলেও চলে। সে কেবল ভাসিয়ে নিয়ে যেতে পারে যে কোনও মানুষকেই। আট থেকে আশি, সুর বশ করতে পারে সব্বাইকে। সেই কথাটারই যেন প্রমাণ রইল ইমন চক্রবর্তী (Iman Chakkraborty)-র সোশ্যাল মিডিয়ার দেওয়ালে। অনুষ্ঠানের পরে ছোট্ট এক শিশু কাঁদতে কাঁদতে ছুটে এসেছিল ইমনের কাছে! তারপর?
একটি মঞ্চে অনুষ্ঠান করতে গিয়েছিলেন ইমন। এই ঘটনা সেখানকার। সোশ্যাল মিডিয়ায় সেই ঘটনার কথা শেয়ার করে নিয়েছেন ইমন। অনুষ্ঠানের পরে তাঁর সঙ্গে দেখা করতে আসে এক খুদে। তার দাবি, 'আলাদা আলাদা' গানটি শুনতে পায়নি বলে মনখারাপ তার। এক্কেবারে ইমনের কাছে এসে সেই আর্জি জানায় সে। দু হাত ধরে ইমন বলেন, 'আমি কি গানটা এখন একটু গেয়ে দেব?' বলেই ইমন গাইতে শুরু করেন, 'আমি আবার ক্লান্ত পথচারী, এই কাঁটার মুকুট লাগে ভারি..' গাইতে গাইতে ইমনের সঙ্গে গলা মেলায় সেই খুদেও। ফ্রেমবন্দি হয় না ভোলার মতো সেই মুহূর্ত।
সোশ্যাল মিডিয়ায় এই ভিডিওটি শেয়ার করে ইমন লিখেছেন, 'ও শো-এর পরে আমার কাছে কাঁদতে কাঁদতে আসে... তারপরে বলে, তুমি কেন আলাদা আলাদা গানটা গাইলে না। আমি তারপরে ওর জন্য গানটা গাইলাম আর ওর হাসিটা আমার মন জয় করে নিল। এটাই তো সঙ্গীতের শক্তি। আমার প্রিয় অনুপম রায়কে অনেক অনেক ধন্যবাদ এমন একটা গান দেওয়ার জন্য। কৌশিক গঙ্গোপাধ্যায় আর সমস্ত অর্ধাঙ্গিনীর টিমকে অনেক অনেক শুভেচ্ছা এই সাফল্যের জন্য। জয় জগন্নাথ'
ইমনের এই ভিডিও দেখে এক অনুরাগী লিখেছেন, 'আপনি এত মাটির কাছাকাছি থাকা মানুষ আর সেই কারণেই সহজে সবার মন জয় করে নিতে পারেন।' অন্য আরেক অনুরাগী লিখেছেন, 'তোমার গলাটা এত দরদি। বরাবর তোমায় ভাললাগে আর সামনে থেকে তোমার কনসার্ট দেখার পরে আরও ফ্যান হয়ে গিয়েছি'
View this post on Instagram
আরও পড়ুন: Kajol: শাহরুখ বোঝে একজন মহিলার পক্ষে কতটা ঘনিষ্ঠ দৃশ্য অস্বস্তিকর হতে পারে
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন