এক্সপ্লোর
Advertisement
উঠল ডোপ টেস্টের দাবি, কর্ণ জোহরের হাউস পার্টিতে তারকারা ড্রাগ নিয়েছেন, অভিযোগ অকালি বিধায়কের
দাবি করেছেন, এঁদের বিরুদ্ধে এফআইআর করা হোক। তারকারা অবশ্য এখনও এ নিয়ে কোনও মন্তব্য করেননি।
মুম্বই: কর্ণ জোহরের ছবি নিয়ে ততটা আলোচনা হয় না, যতটা হচ্ছে তাঁর বাড়ি স্যাটারডে নাইট ভাইবস পার্টি নিয়ে। অকালি দল বিধায়ক মনজিন্দর এস সিরসা অভিযোগ করেছেন, ওই পার্টিতে হাজির দীপিকা পাড়ুকোন, রণবীর কপূর, শাহিদ কপূর, বরুণ ধবন, ভিকি কৌশলের মত তারকারা ড্রাগ নিয়েছিলেন। পার্টির ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে, উঠেছে অনেক প্রশ্ন।
সিরসা এই সেলেবদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন। এঁদের ডোপ টেস্টেরও দাবি করেছেন তিনি। দাবি করেছেন, এঁদের বিরুদ্ধে এফআইআর করা হোক। তারকারা অবশ্য এখনও এ নিয়ে কোনও মন্তব্য করেননি।
Since @IshitaYadav is so furiously defending the celebs & advocating their innocence in drugs... Let us all request @karanjohar @shahidkapoor @Varun_dvn @arjunk26 @deepikapadukone to get DOPE TEST done & share report on twitter
Pls prove me wrong by dope test report Ishita Ji https://t.co/ZtjcHC9YS2
— Manjinder S Sirsa (@mssirsa) July 31, 2019
সোশ্যাল মিডিয়ার অবশ্য ঘোরতর সন্দেহ, দীপিকা, রণবীররা ড্রাগ নিয়েছিলেন। তবে সবথেকে বেশি সন্দেহের শিকার ভিকি কৌশল। নেটিজেনদের দাবি, আর কারও হোক বা না হোক, তাঁর ডোপ টেস্ট অবশ্যই হোক। ওই পার্টি থেকে ভিকির যে ছবিটি ভাইরাল হয়েছে, তাতে দেখা যাচ্ছে তাঁর ঢুলু ঢুলু চোখ। অনেকের দাবি, লাল সোফায় যে সাদা লাইন দেখা যাচ্ছে, সেগুলো আসলে সাদা গুঁড়ো। যদিও এই সব দাবি কতটা সত্যি বলা মুশকিল।
কর্ণ জোহর অবশ্য যে ভিডিও শেয়ার করেছেন তাতে দেখা যাচ্ছে, যাকে ড্রাগ বলা হচ্ছে, সেই লাইনগুলো আসলে আলোর রেখা। যদিও কর্ণ নতুন করে ভিডিও পোস্ট করায় বিতর্ক কমার বদলে বেড়ে গিয়েছে বেশ কয়েক গুণ।
সিরসা ওই পার্টিতে যোগ দেওয়া দীপিকা, রণবীর, বরুণ, ভিকি, শাহিদ, অর্জুন কপূর, মালাইকা অরোরা, পরিচালক জোয়া আখতার ও অয়ন মুখোপাধ্যায়ের বিরুদ্ধে ড্রাগ নেওয়ার অভিযোগ আনেন। লেখেন, এই নেশাড়ুদের জায়গা জেল, সমাজ নয়।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
খবর
জেলার
জেলার
জেলার
Advertisement