Karan Johar: 'ঘৃণা করুন, তবু আমি তারকা সন্তানদের লঞ্চ করেই যাব', সাফ জবাব কর্ণের
Karan Johar on Star Kid: সদ্যই কর্ণ জোহর 'নাদানিয়া' বলে একটি ছবি পরিচালনা করেছিলেন। সেই ছবিতেও ২ জন স্টারকিড ছিলেন

কলকাতা: কর্ণ জোহরের (Karan Johar)-এর বিরুদ্ধে বরাবরই একটা অভিযোগ রয়েছে। তিনি নাকি, তারকা সন্তানদের কাজ করার সময় প্রাধান্য দেন। অনেক তারকা সন্তানরাই তাঁর হাত ধরে বলিউডে পা রেখেছেন। তাঁদের মধ্যে অধিকাংশই সফল হয়েছেন। তবে কর্ণের বিরুদ্ধে সবসময়েই এই অভিযোগ উঠেছে যে তিনি কেবলমাত্র তারকা সন্তানদের নিয়েই কাজ করতে চান। আলিয়া ভট্ট থেকে শুরু করে বরুণ ধবন, ইব্রাহিম আলি খান... একাধিক তারকা সন্তানকে বলিউডে এনেছেন কর্ণই। আর সদ্য দেওয়া একটি সাক্ষাৎকারে, সেই বিষয় নিয়ে এবার মুখ খুললেন তিনি।
সদ্যই কর্ণ জোহর 'নাদানিয়া' বলে একটি ছবি পরিচালনা করেছিলেন। সেই ছবিতেও ২ জন স্টারকিড ছিলেন। সেফ আলি খানের পুত্র ইব্রাহিম আলি খান (Ibrahim Ali Khan) ও শ্রীদেবী কন্যা খুশি কপূর (Khushi Kapoor)। তবে সেই ছবি দর্শকদের মনে একেবারেই জায়গা করতে পারেনি। দর্শকদের কড়া সমালোচনার স্বীকার হয়েছিলেন ইব্রাহিম, খুশি, এমনকি কর্ণ ও। আর এবার, সেই বিষয় নিয়ে মুখ খুললেন কর্ণ। তাঁর মতে, এখন ওকটা ট্রেন্ড হয়ে গিয়েছে কোনও ছবির বিরুদ্ধে কথা বলা বা কোনও ছবিকে ঘৃণা করা। কিন্তু তারকা সন্তানদের লঞ্চ করার জন্য কোনও পরিচালককে ঘৃণা করা উচিত নয়।
কী বলেছেন কর্ণ জোহর?
কর্ণ জোহর সাক্ষাৎকারে বলেছিলেন, 'সিনেমার সঙ্গে যুক্ত জ্ঞানী মানুষ অন্যদের নিয়ে কথা বলবে, কিন্তু যদি এটা ধর্ম প্রযোজনা সংস্থার ব্যাপারে হয়, তাহলে তারা কিছু বলবে না। 'নাদানিয়া' ছবিটাকে ঘৃণা করাটাই এখন যেন ট্রেন্ড হয়ে গিয়েছে। আপনি যত বেশি এই ছবি নিয়ে কথা বলবেন, ঘৃণা করবেন এবং যত বেশি ভিডিও আপলোড করবেন, আপনার এনগেজমেন্ট তত বেশি বাড়বে। মানুষ নেপো কিডদের গালি দেওয়া পছন্দ করে, কিন্তু আমিও এগিয়ে যাওয়ার জন্য প্রস্তুত।'
View this post on Instagram
নেপো কিডদের নিয়ে সোজাসাপটা কর্ণ
তারকা সন্তানদের লঞ্চ করার প্রসঙ্গে কর্ণ বলেন, হ্যাঁ, তিনি ভবিষ্যতেও তাদের লঞ্চ করতে থাকবেন। তাঁর কথায়, 'যতদিন আমি তারকা সন্তানদের প্রতিভার ওপর বিশ্বাস করব, ততদিন তাদের লঞ্চ করতে থাকব।' তিনি আরও বলেন, ' বলিউডে কি সবাই আমায় ঘৃণা করছেন? যদি তাই হয়, তাহলে ধন্যবাদ। তবে আমার মনে হয় না এটা আমার প্রাপ্য ছিল।' এই সাক্ষাৎকারেই তিনি আলিয়া ভট্টের উদাহরণ দিয়ে বলেন, তাঁকে শুধু নেপো কিড বলা বালখিল্যতা, কারণ সে একজন অসাধারণ অভিনেত্রী। তিনি ‘উড়তা পাঞ্জাব’ এবং ‘হাইওয়ে’র মতো ছবিতে তার অভিনয়ের কথাও স্মরণ করিয়ে দেন।






















