Saif Ali Khan: বাড়ি সাজালেন ফুল আর আলোয়, সেফ ঘরের ফেরার আনন্দে আর কী করলেন করিনা?
Kareena Kapoor Khan on Saif Ali Khan: করিনা আগে থেকেই ফিরে এসেছিলেন সদগুরু শরণে। ফুল আর আলোয় তিনি সাজিয়ে তুলেছিলেন গোটা বাড়ি

কলকাতা: বাড়িতেই হামলার শিকার হয়েছিলেন সেফ আলি খান (Saif Ali Khan)। গত ১৬ জানুয়ারি, তাঁর নিজের বাসস্থান, মুম্বইয়ের বান্দ্রার 'সদগুরু শরণ'-এই গুরুতর হামলার শিকার হন সেফ আলি খান। সেইদিন মধ্যরাতে তাঁর বাড়িতে ঢোকে এক আততায়ী। ঠিক কী উদ্দেশে সেই আততায়ী বাড়িতে ঢুকেছিল, সেই বিষয়ে পুলিশ এখনও তদন্ত চালাচ্ছে। এই ঘটনায় গ্রেফতারও করা হয়েছে এক ব্যক্তিকে। জানা গিয়েছে, ধৃতের নাম মহম্মদ শরিফুল ইসলাম। প্রাথমিকভাবে জানা যাচ্ছে.. চুরির উদ্দেশেই সে 'সদগুরু শরণ'-এ এসেছিল। তবে এই বিষয়ে এখনও তদন্ত চলছে। জানা যাচ্ছে, ওই আততায়ীর নাম মহম্মদ শরিফুল ইসলাম। আর এই ঘটনাতেই আহত হন সেফ আলি খান। মহম্মদ শরিফুল ইসলাম নাকি জানতেন না, ওই বাড়ি সেফ আলি খানের।
জানা যাচ্ছে, ওই ঘটনার দিন নিরাপত্তারক্ষীদের ঘুমাতে দেখেই পাঁচিল ডিঙিয়ে 'সদগুরু শরণ'- ঢোকে ওই ব্যক্তি। এরপরে চলে যায় ১২ তলায়, সেফের বাড়িতে। সেখানে গিয়ে সেফের ছোট ছেলে জেহ-র শৌচাগারে লুকিয়ে থাকে ছিল ওই ব্যক্তি। জেহ-র পরিচারিকা তাকে দেখতে পেয়ে চিৎকার করে ওঠে। অ্যালার্ম বাজিয়ে দেয়। সেই আওয়াজ শুনে ছুটে আসেন সেফ। এরপরেই তাঁকে একের পর এক ছুরিকাঘাত করতে থাকে মহম্মদ শরিফুল ইসলাম। গুরুতর আহত হয়ে সেফ পড়ে গেলে সেখান থেকে পালায় শরিফুল।
এই ঘটনায় গুরুতর আঘাত লাগে সেফের পিঠে। আঘাত লাগে পাঁজরে ও হাতেও। তবে তার পিঠের আঘাত সবচেয়ে গুরুতর। তবে ২১ জানুয়ারি, সেফ যখন লীলাবতী হাসপাতাল থেকে বাড়ি ফিরে এলেন, তখন তাঁকে দেখে বোঝার উপায় নেই যে তাঁর আদৌ কোনও আঘাত লেগেছে। পিঠ টান করে বাড়িতে ফিরলেন তিনি। তবে যে বিষয়ে সবাই অবাক হলেন, সেটা হল, এদিন তাঁর পাশে ছিলেন না করিনা কপূর খান। একাই আসেন সেফ। এটাই ঢোকেন বাড়িতে। তবে স্বামী ফেরার দিন কোথায় গেলেন করিনা?
জানা যাচ্ছে, করিনা আগে থেকেই ফিরে এসেছিলেন সদগুরু শরণে। ফুল আর আলোয় তিনি সাজিয়ে তুলেছিলেন গোটা বাড়ি। ঘরের মানুষ ঘটে ফিরছেন, সেই আনন্দকেই উদযাপন করতে চেয়েছিলেন তিনি। সন্ধেবেলাও ছিল বিশেষ আয়োজন। অন্ধকার নামতেই আলো ঝলমল করে ওঠে সেফের বাড়ির তলাটি। এই ছবি ছবিশিকারীরা ফ্রেমবন্দি করতেও ভোলেননি। মুহূর্তেই সেই ছবি ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়।






















