Kareena on Saif Attack: 'এখনও বিশ্বাস করতে পারছি না, একটু একা থাকতে দিন', সেফের ওপর হামলার পরে আবেদন করিনার
Saif Ali Khan: শোনা যাচ্ছে, সেইদিন সেফ বা করিনা কারোরই কোনও শ্যুটিং ছিল না। বাইরে যাওয়ার পরিকল্পনাও ছিল না। ফলে বাড়িতে ছিল না কোনও নিরাপত্তারক্ষী।

কলকাতা: বৃহস্পতিবার ভোর রাতে বাড়িতেই হামলা হয় বলিউড অভিনেতা সেফ আলি খান (Saif Ali Khan)-এর ওপর। এইদিন রাত সাড়ে ৩টে নাগাদ সেফ আলি খানের বাড়িতে ঢুকে আসে এক আততায়ী। তার উপস্থিতির কথা জানতে পেরে তার ওপর ঝাঁপিয়ে পড়েন সেফ। এলোপাথাড়ি ছুরিতে আঘাত লাগে সেফের। আপাতত হাসপাতালে ভর্তি রয়েছেন তিনি। অস্ত্রোপচার হয়েছে। আপাতত আইসিইউ-তে রয়েছেন অভিনেতা। তাঁর অস্ত্রোপচার সফল হয়েছে। আর এবার, এই বিষয়ে মুখ খুললেন করিনা কপূর খান (Kareena Kapoor Khan)।
করিনা কপূর খান সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, 'এই দিনটা আমাদের গোটা পরিবারের জন্য ভীষণ চ্যালেঞ্জিং ছিল। আমরা এখনও হজম করতে পারছি না, বিশ্বাস করতে পারছি না যে ঘটনাটা আমাদের সঙ্গে ঘটে গিয়েছে। যেহেতু আমরা কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি, আমি অনুরাগী ও ছবিশিকারীদের অনুরোধ করব, দয়া করে কভারেজ করার জন্য একটু অপেক্ষা করতে। অধৈর্য্য না হতে। ভুয়ো খবর বা গুজব ছড়াবেন না দয়া করে।'
করিনা আরও লেখেন, 'আমি বুঝতে পারছি আপনাদের চিন্তার কথা, সমর্থনের কথা। কিন্তু সর্বদা আমাদের নিরাপত্তা শিথিল হতে পারে। সেই কারণে আমাদের পরিবারকে একটু একা ছেড়ে দেওয়ার অনুরোধ করছি। আমাদেরও একটু সময় দরকার এই পরিস্থিতিটাকে সামলানোর জন্য। এই কঠিন সময়ে আমাদের সমর্থন করার জন্য, আমাদের চিন্তা করার জন্য আগাম ধন্যবাদ।' সোশ্যাল মিডিয়ায় করিনার এই পোস্টে অনেকেই তাঁকে ভালবাসা ও সমর্থন জানিয়েছেন। বার্তা দিয়েছেন পাশে থাকার।
শোনা যাচ্ছে, সেইদিন সেফ বা করিনা কারোরই কোনও শ্যুটিং ছিল না। বাইরে যাওয়ার পরিকল্পনাও ছিল না। ফলে বাড়িতে ছিল না কোনও নিরাপত্তারক্ষী। বাড়িতে সদস্যরা ছাড়াও ছিলেন পরিচারক পরিচারিকারা। বাবার ওপর হামলার খবর পেয়েই মধ্যরাতে এসে পৌঁছন ইব্রাহিম আলি খান। তবে বাবাকে হাসপাতালে নিয়ে যাওয়ার মতো পরিস্থিতি তৈরি হতেই বাধে বিপত্তি। দেখা যায়, হাসপাতালে নিয়ে যাওয়ার মতো কোনও গাড়িই তৈরি নেই। সময় নষ্ট না করে ইব্রাহিম সেফকে অটো করেই ২ কিলোমিটার দূরের হাসপাতালে নিয়ে যান। করিনা কপূর খানকে দেখা যায়, তিনি অটোর সামনে দাঁড়িয়ে বাড়ির হাউজ স্টাফেদের সঙ্গে কথা বলেছিলেন। এই সিদ্ধান্ত নেওয়ার কারণ, সেফের আঘাত এতটাই গুরুরত ছিল যে সেফকে হাসপাতালে নিয়ে যেতে এতটুকুও দেরি করতে চাননি ইব্রাহিম। পিঠে ছুরির আঘাত এতটাই জোরে করা হয়েছিল যে ছুরির অংশ ভেঙে ঢুকে গিয়েছিল। হাসপাতালে নিয়ে যাওয়ার পরে অস্ত্রোপচার করে সেই অংশ বের করে দেওয়া হয়েছে। আপাতত বিপদ মুক্ত অভিনেতা।
View this post on Instagram
আরও পড়ুন: Saif Ali Khan: সেফ আলি খানের উপর হামলা, প্রকাশ্যে অভিযুক্তের ছবি






















