এক্সপ্লোর
Advertisement
তৈমুর বাড়িতে কখনও একলা থাকে না, প্রয়োজনে ওকে শ্যুটিংয়েও নিয়ে যাব:করিনা
মুম্বই: তৈমুর আলি খান, করিনা কপূর খান এবং সেফ আলি খানের সন্তান। ছোট্ট একরত্তি তৈমুর এমনিতেই জন্মের সঙ্গে সঙ্গেই সোশ্যাল মিডিয়ার তারকা হয়ে গেছে। আর তাকে নিয়ে করিনা অন্য সাধারণ মায়েদের মতোই স্পর্শকাতর। তাকে কখনওই বাড়িতে একলা ফেলে কোথাও যান না করিনা বা সেফ। তৈমুরের ব্যাপারে করিনা এতটাই যত্নশীল যে অভিনেত্রী জানিয়েছেন প্রয়োজনে ভবিষ্যতে তাকে শ্যুটিং ফ্লোরেও নিয়ে যাবেন।
যখন করিনা এই সাক্ষাত্কারটি দিচ্ছিলেন সেসময় বাড়িতে সেফ ছিলেন। সেফ তাঁর কাজগুলো একটু পিছিয়ে দিয়ে তৈমুরকে সঙ্গ দিচ্ছিলেন।
এই সাক্ষাত্কার দেওয়ার সময় ফেসবুকে একটি লাইভ করছিলেন করিনা। করিনার ফেসবুক লাইভের বিষয় ছিল পোস্ট-প্রেগন্যান্সিতে কীভাবে ওজন কমানো যায়। এপ্রসঙ্গে করিনা বলেন, তিনি অন্তঃসত্ত্বা থাকা অবস্থায় মন খুলে দুধ, ঘি সবধরনের খাবার খেয়েছেন। ওই অবস্থায় ১৮ কেজি ওজন বেড়েছিল করিনার। কিন্তু তিনি সেটা নিয়ে একটুও চিন্তিত নন।কারণ, ওজন ঝড়ানোর কায়দাও তাঁর জানা আছে। করিনা আরও বলেন বহু মেয়েদেরই ধারণা বাচ্চা হয়ে যাওয়ার পর জীবন শেষ হয়ে যায়। কিন্তু এখন ভাবনাচিন্তায় অনেক পরিবর্তন এসেছে। একটু চেষ্টা করলেই সেই বাড়তি ওজন মেয়েরা ঝরিয়ে আবার আগের মতো হয়ে যেতে পারেন।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
খবর
জেলার
জেলার
Advertisement