Maidaan Case Update: কর্ণাটক আদালতের রায়ে স্বস্তিতে 'ময়দান', উঠল স্থগিতাদেশ
Film Maidaan: আজকের রায়ে কর্ণাটক হাইকোর্ট নিম্ন আদালতের স্থগিতাদেশ তুলে নেয় 'ময়দান'-এর ওপর থেকে। এর ফলে আপাতত স্বস্তিতে নির্মাতারাও।
কলকাতা: ছবি মুক্তির আগের দিনই সমস্যায় জড়িয়েছিল অজয় দেবগণের (Ajay Devgan)-এর 'ময়দান' (Maidaan)। আর মুক্তির পরেরদিন কাটল সেই জট। আদালতে ছাড়পত্র পেল জীভারতীয় ফুটবল কোচ সৈয়দ আবদুল রহিমের জীবন নির্ভর এই ছবি। আদালতে চিত্রনাট্য চুরির অভিযোগ উঠেছিল এই ছবির বিরুদ্ধে জল্পনা হয়েছিল এই ছবির মুক্তি পিছনো নিয়েও। তবে তা হয়নি। ১১ এপ্রিলই মুক্তি পেয়েছিল 'ময়দান' আর ১২ তারিখ ছাড়পত্র এল আদালতের তরফ থেকে।
ঠিক কী অভিযোগ ছিল অজয় দেবগণ অভিনীত এই ছবির বিরুদ্ধে? অজয় দেবগণের ছবির বিরুদ্ধে অভিযোগ এসেছিল, মুম্বই নয়, কর্ণাটক থেকে। অনিল কুমার (Anil Kumar) নামে এক চিত্রনাট্যকার দাবি করেন যে 'ময়দান' ছবিটির চিত্রনাট্যটি চুরি করা হয়েছে। এই মর্মে তিনি আদালতে মামলাও দায়ের করেছিলেন। এরপরে, মহীশূরের একটি আদালত এই ছবির মুক্তির ওপর স্থগিতাদেশ এনেছিল।
ঠিক কী দাবি করেছেন ওই চিত্রনাট্যকার? অনিলের দাবি ছিল, তিনি ১৯৫০ সালে ভারতের (India Fifa Worldcup) ফিফা বিশ্বকাপ না খেলার ঘটনাকে নিয়ে একটি চিত্রনাট্য লিখেছিলেন। ২০১০ সালে সেই চিত্রনাট্য তিনি মুম্বইতে রেজিস্টারও করান। এরপরে, ২০১৯ সালে 'ময়দান' ছবিটির সহ-পরিচালক সুখদাস সূর্যবংশী ডেকে পাঠান অনিলকে। অনিল আরও দাবি করেছেন, তাঁর মুখে নাকি গোটা গল্পটি শোনেন সুখদাস। বেশ পছন্দও হয়েছিল তাঁর। ছবিটি নিয়ে সিনেমা তৈরির হওয়ার কথাও কার্যত পাকা হয়ে গিয়েছিল বলে দাবি করেছিলেন অনিল। কথা ছিল, ছবিটি তৈরি হলে তার প্রযোজনা নাকি করবেন আমির খান (Amir Khan)।
পরবর্তীতে অনিল নাকি জানতে পারেন, কথার খেলাপ করা হয়েছে তাঁর সঙ্গে। তাঁরই চিত্রনাট্যের সামান্য বদল করে তা নিয়ে ছবি করা হচ্ছে, অথচ তিনি কোনও স্বীকৃতিই পাচ্ছেন না। চিত্রনাট্য 'চুরি'-র মামলায় দায়ের হয় মহীশূর আদালতে। পাল্টা মামলা করেছিলেন ছবির নির্মাতারাও। সেই মামলার শুনানি ছিল আজ, ১২ এপ্রিল। আজকের রায়ে কর্ণাটক হাইকোর্ট নিম্ন আদালতের স্থগিতাদেশ তুলে নেয় 'ময়দান'-এর ওপর থেকে। এর ফলে আপাতত স্বস্তিতে নির্মাতারাও।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।