এক্সপ্লোর
'ভারত' ছবিতে শাড়িতে মোহময়ী ক্যাটরিনা, দেখুন!
'ভারত' ছবিতে কুমুদ রায়না নামে একটি চরিত্রে অভিনয় করেছেন ক্যাটরিনা। ছবিটি শেয়ার করে অভিনেত্রী লিখেছেন, 'কুমুদ রায়না ১৯৭৫...এই চরিত্রে অভিনয় করার সময়টা অসাধারণ।'

মুম্বই: আবারও একবার ক্যাটরিনায় মুগ্ধ তামাম ভারত। আগামী ছবি 'ভারত'-এ ক্যাটরিনার লুক রীতিমতো চমকে দিয়েছে সকলকে। বেইজ একরঙা শাড়িতে মোহময়ী ক্যাটরিনার ছবি এখন নেটদুনিয়ায় ভাইরাল। ইনস্টাগ্রামে এই ছবিটি নিজেই শেয়ার করেছেন ক্যাট।
'ভারত' ছবিতে কুমুদ রায়না নামে একটি চরিত্রে অভিনয় করেছেন ক্যাটরিনা। ছবিটি শেয়ার করে অভিনেত্রী লিখেছেন, 'কুমুদ রায়না ১৯৭৫...এই চরিত্রে অভিনয় করার সময়টা অসাধারণ। এই চরিত্রে কাজ করাটা আমার কাছে সবথেকে রোমহর্ষক, আলি আব্বাস জাফরের সঙ্গে এটা আমার তৃতীয় কাজ..সবাই কবে ছবিটা দেখবে, অপেক্ষায় আছি' গত কয়েক সপ্তাহ ধরে 'ভারত' ছবির পাঁচটি ভিন্ন লুক শেয়ার করেন সলমন। প্রতিটি লুকই প্রসংশিত হয়েছে। আগামী ইদে মুক্তি পেতে চলেছে ছবিটি। আলি আব্বাস জাফর পরিচালিত এই ছবিটির প্রযোজনায় অতুল অগ্নিহোত্রী, আলভিরা খান, ভূষণ কুমার এবং কৃষণ কুমার।এই ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন সুনীল গ্রোভার, দিশা পটানি, নোরা ফতেহি প্রমুখ। জ্যাকি শ্রফকে দেখা যাবে সলমনের বাবার ভূমিকায়। বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন
POWERED BY
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
খুঁটিনাটি






















