Katrina Kaif: ক্যাটরিনার প্রথম করবা চৌথে ভিকি কৌশল যা করলেন...
স্ত্রীর করবা চৌথ উদযাপনে ভিকি কৌশল যা করলেন, তাতে আপ্লুত অনুরাগীরা।
মুম্বই: বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফ বিয়ের পর প্রথম করবা চৌথ উদযাপন করলেন। স্বামী ভিকি কৌশল এবং শ্বশুরবাড়ির সকলের সঙ্গে আদরে সোহাগে এই বিশেষ দিনটা পালন করলেন। আর স্ত্রীর করবা চৌথ উদযাপনে ভিকি কৌশল যা করলেন, তাতে আপ্লুত অনুরাগীরা।
ভিকি - ক্যাটরিনার করবা চৌথ উদযাপন-
সম্প্রতি এক সাক্ষাৎকারে ক্যাটরিনা কাইফ তাঁর প্রথম করবা চৌথ উদযাপনের অভিজ্ঞতা নিয়ে কথা বলেছেন। তিনি বলেন, 'মুম্বইয়ে ৯.০১-এ চাঁদ দেখতে পাওয়ার কথা ছিল। কিন্তু সময় পেরিয়ে গেলেও তখনও চাঁদ দেখা যাচ্ছিল না। কিন্তু যেহেতু এমনটা হয়েই থাকে, তাই আমরা সকলেই নিজেদের মন তৈরি রাখি। কিন্তু সময় যখন ক্রমশ পেরিয়ে যাচ্ছে, সাড়ে ৯টা বেজে গিয়েছে, আমি আর থাকতে পারছিলাম না। আমার এত খিদে পেয়ে গিয়েছিল। কিন্তু ভিকি আমার সঙ্গে ছিল বলে আমি কষ্ট সহ্য করতে পেরেছিলাম।'
আরও পড়ুন - Tiger 3: বদলে গেল দিন, কবে মুক্তি পাবে সলমন-ক্যাটরিনার 'টাইগার থ্রি'?
ক্যাটরিনা কাইফ আরও বলেন, 'আমার প্রথম করবা চৌথ। আর প্রথম করবা চৌথে আমি ভিকির কাছ থেকে যা পেলার তা অত্যন্ত মন ভালো করে দেওয়ার মতো। ভিকি আমাকে কথা দিয়েছিল যে, যতক্ষণ না আমি খেতে পারছি, ও আমার সঙ্গেই উপোস করে থাকবে। ভিকিও উপোস করে ছিল। হ্যাঁ। ও আমার সঙ্গে না খেয়ে ছিল। আমি ওকে বলেছিলাম, ছেড়ে দাও তোমাকে উপোস করতে হবে না। কিন্তু ও খায়নি। আমি ওকে জোর করে কিছু করতে বলিনি। বরং, ও নিজের ইচ্ছেয় করেছিল। ওর বাবা-মাও একইরকম উপোস করেছিল। আর এটাই সবথেকে ভালো ব্যাপার। যেহেতু আমাদের প্রথম করবা চৌথ, তাই একটু বেশিই স্পেশাল বৈকি। পুজো শেষে আমরা সকলে মিলে খাবার খাই।'
নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফ তাঁর প্রথম করবা চৌথ উদযাপনের ছবি শেয়ার করে নিয়েছেন। যেখানে দেখা যাচ্ছে, লাল রঙের শাড়ি পরেছেন তিনি। হাত ভরে রয়েছে চূড়ায়। সিঁথি ভর্তি সিঁদুর। দুটি ছবিতে একা ক্যাটরিনা। অন্য একটি ছবিতে তাঁকে দেখা যাচ্ছে ভিকি কৌশলের সঙ্গে। আর একটি ছবিতে তিনি হাসি মুখে পোজ দিয়েছেন ভিকির পরিবারের সঙ্গে। ক্যাটরিনার হাতে রয়েছে পুজোর থালা। শাড়ি, চূড়ায় সেজে ওঠা ক্যাটরিনা কাইফের দিক থেকে চোখ ফেরাতে পারছেন না তাঁর অনুরাগীরা। অভিনেত্রী তাঁর সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করার পরই তাঁকে শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন নেটিজেনরা।