Vicky Kaushal-Katrina Engagement Rumours: 'আমাদের মিষ্টি অন্তত খাওয়া', ছেলের রোকার খবরে আবদার ভিকি কৌশলের মা-বাবার
Vicky Kaushal-Katrina Engagement Rumours: বেশ কিছুদিন ধরেই গুঞ্জন শুনতে পাওয়া যাচ্ছিল, রোকা সেরেছেন ভিকি-ক্যাটরিনা। সেই খবর শুনে মনও ভেঙেছে অনেক অনুরাগীর। কিন্তু কী প্রতিক্রিয়া ছিল অভিনেতার মা-বাবার?
নয়াদিল্লি: গতমাসে গোটা নেট দুনিয়া তোলপাড় হয়ে যায় বলিউড হার্টথ্রব ভিকি কৌশল ও অভিনেত্রী ক্যাটরিনা কইফের 'রোকা'র গুঞ্জনে। যদিও টিম ক্যাটরিনা কইফের তরফে জানানো হয়েছিল যে ভিকি কৌশলের সঙ্গে তাঁর রোকা বা আংটি বদল কিছুই হয়নি। সবটাই গুজব।
টিনসেল টাউনে কান পাতলে শোনা যায়, গত এক বছর ধরে ভিকি ও ক্যাটরিনা ডেট করছেন। ইতিমধ্যেই একাধিক পার্টি, ছবির প্রিমিয়ার বিভিন্ন জায়গায় ক্যামেরাবন্দি হয়েছেন তাঁরা। যদিও নিজেদের মুখে তাঁদের সম্পর্কের কথা স্বীকার করেননি তাঁরা।
আরও পড়ুন: গোপনে রোকা সারলেন ভিকি-ক্যাটরিনা? উত্তর এল অভিনেত্রীর তরফে
আর এমন গুজবে ভিকি কৌশলের মা-বাবা কী বলছেন? সেকথাই জানালেন ভিকি কৌশলের ভাই, অভিনেতা সানি কৌশল। তিনি এক সাক্ষাৎকারে বলেন, "আমার স্পষ্ট মনে আছে, সেদিন সকালে ভিকি জিমে গেছিল যখন এই খবর ছড়াতে শুরু করে। তো যখন ও বাড়ি ফিরল, মা-বাবা মজা করে ওকে জিজ্ঞেস করেছিলেন, 'আরে ইয়ার, তেরি এনগেজমেন্ট হো গই, মিঠাই তো খিলা দে' (আরে, শুনলাম তোর আংটি বদল হয়ে গেছে, আমাদের অন্তত মিষ্টি তো খাওয়া)।' এর উত্তরে ভিকি বলেন, 'যিতনি অসলি এনগেজমেন্ট হুই হ্যায়, উতনি অসলি মিঠাই ভি খা লো। (যেমন গুজবে আংটি বদল হয়েছে তেমনই মিষ্টি খেয়ে নাও।)' আমরা জানি না এসব কোত্থেকে খবর ছড়িয়েছে কিন্তু এই কথোপকথনে আমরা খুব হেসেছিলাম।"
যতই এই রোকা বা আংটি বদলের খবর উড়িয়ে দেওয়া হোক, ভিকি ও ক্যাটরিনাকে গত এক বছর ধরে প্রায়ই একসঙ্গে দেখা যাচ্ছে। ভিকির ছবি 'ভূত পার্ট ওয়ান'-এর প্রিমিয়ারে হাজির হয়েছিলেন ক্যাটরিনা। তাঁদের একত্রে 'শেরশাহ'-এর প্রিমিয়ারেও দেখা গেছে সম্প্রতি।
কাজের ক্ষেত্রে কটরিনা কইফকে দেখা যাবে রোহিত শেট্টির 'সূর্যবংশী' ছবিতে, তাঁর বিপরীতে রয়েছেন অক্ষয় কুমার। তিনি ইউরোপে মণীশ শর্মার 'টাইগার ৩'-এর শ্যুটিং সারছেন। সেই ছবিতে তাঁকে দেখা যাবে সলমন খানের বিপরীতে। এছাড়া ঈশান খট্টর ও সিদ্ধান্ত চতুর্বেদীর সঙ্গে তাঁকে 'ফোন ভূত' ছবিতেও দেখা যাবে।