Kaushambi-Adrit Marriage: গোলাপি শাড়িতে আইবুড়োভাত খেলেন কৌশাম্বি, হাত রাঙা হল আদৃতের নামের মেহেন্দিতে
Kaushambi-Adrit Marriage Update: সোশ্যাল মিডিয়ায় একটি ছবি শেয়ার করে নিয়েছেন কৌশাম্বি। ইনস্টাগ্রাম স্টেটাসে ঝলমল করছে কৌশাম্বির হাতের মেহেন্দি
কলকাতা: আজ সাত পাকে বাঁধা পড়ার দিন। তার আগে, গোলাপি শাড়িতে আইবুড়োভাত খেলেন অভিনেত্রী কৌশাম্বি চক্রবর্তী (Kaushambi Chakraborty)। সোশ্যাল মিডিয়ায় কেক হাতে পোস্ট করলেন সেই ছবি।
আজ বিয়ে অভিনেতা আদৃত রায় (Adrit Roy) ও কৌশাম্বির। 'মিঠাই' (Mithaai) ধারাবাহিকের সেট থেকেই শুরু তাঁদের প্রেম। অবশেষে, দীর্ঘ প্রেমের সম্পর্ক পেরিয়ে সাত পাকে বাঁধা পড়ছেন তাঁরা। এর আগে একসঙ্গেই ঘরোয়া আইবুড়োভাত খেয়েছেন আদৃত ও কৌশাম্বি। গলায় মালা পরে, হাসিমুখে সোশ্যাল মিডিয়ায় ছবি শেয়ার করে নিয়েছেন কৌশাম্বিই। আর বিয়ের আগেরদিন রাতে, সোশ্যাল মিডিয়ায় আইবুড়োভাতের ছবি শেয়ার করে নিয়েছেন তিনি। গোলাপি শাড়ি, গলায় মোটা রজনীগন্ধার মালায় ঝলমল করছিলেন অভিনেত্রী। মাথায় গোলাপের মালা.. সোনার গয়নায় সেজেছিলেন অভিনেত্রী। সোনা-মুক্তোর গয়নায় নববধূ নজর কাড়ছিলেন বেশ। হাতে 'ব্রাইড টু বি' (Bride To Be)-কেক, সামনে সাজানো আইবুড়োভাতের থালা.. হাসিমুখে ছবি তুলেছেন কৌশাম্বি। সোশ্যাল মিডিয়ায় কৌশাম্বির ছবি ভরেছে শুভেচ্ছাবার্তায়। অনেকেই তাঁকে শুভেচ্ছাবার্তা জানিয়েছেন, বলেছেন খুবই মিষ্টি দেখাচ্ছে তাঁকে। নতুন জীবনের শুভেচ্ছাও পেয়েছেন অভিনেত্রী।
এরপরে সোশ্যাল মিডিয়ায় আরও একটি ছবি শেয়ার করে নিয়েছেন কৌশাম্বি। ইনস্টাগ্রাম স্টেটাসে ঝলমল করছে কৌশাম্বির হাতের মেহেন্দি। আদৃতের নামের গাঢ় মেহেন্দি ঝলমল করছে নববধূর হাতে। আর এখন, আদৃত আর কৌশাম্বি ২জনেই ব্যস্ত বিয়ের যাবতীয় আচার-অনুষ্ঠান নিয়ে। আজ রাতেই সাত পাকে বাঁধা পড়বেন আদৃত ও কৌশাম্বি।
প্রসঙ্গত, আদৃত আর কৌশাম্বির সম্পর্কের মধ্যে বারে বারেই উঠে এসেছে সৌমিতৃষা কুণ্ডু (Soumitrisha Kundoo)। গুঞ্জন শোনা যায়, 'মিঠাই' ধারাবাহিকে অভিনয় করতে গিয়েই নাকি আদৃতের প্রেমে পড়েছিলেন সৌমিতৃষা। পর্দায় যাঁদের রসায়ন মন কেড়ে নিত হাজার হাজার মানুষের, বাস্তবেও নাকি প্রেম হতেই পারত তাঁদের মধ্যে। কিন্তু আদৃত ও সৌমিতৃষার প্রেম পরিণতি পায়নি। পরবর্তীতে আদৃতের সঙ্গে সম্পর্কে জড়ান কৌশাম্বি। শেষে সৌমিতৃষার সঙ্গে নাকি সম্পর্কের অবনতি হয়েছিল আদৃতের। তবে দুজনেই এখন ব্যস্ত নিজের নিজের জীবন নিয়ে।
View this post on Instagram
আরও পড়ুন: Alia Bhatt on Met Gala: পরেছিলেন 'নজর টিকা', মেট গালার জন্য কেন সব্যসাচীর শাড়িই বেছেছিলেন আলিয়া?
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।