Alia Bhatt on Met Gala: পরেছিলেন 'নজর টিকা', মেট গালার জন্য কেন সব্যসাচীর শাড়িই বেছেছিলেন আলিয়া?
Alia Bhatt on Met Gala Dress: আলিয়ার সাজ নিয়ে যখন সবাই প্রশংসায় পঞ্চমুখ, তখন দেখা গেল, আলিয়ার কানের পিছনে রয়েছে একটি ছোট্ট কালো টিকা।
![Alia Bhatt on Met Gala: পরেছিলেন 'নজর টিকা', মেট গালার জন্য কেন সব্যসাচীর শাড়িই বেছেছিলেন আলিয়া? Alia Bhatt Met Gala Dress Sabyasachi Sharee Nazar Tika Entertainment News bollywood Alia Bhatt on Met Gala: পরেছিলেন 'নজর টিকা', মেট গালার জন্য কেন সব্যসাচীর শাড়িই বেছেছিলেন আলিয়া?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/05/09/290da5f3adc1825b397dc5d4fc568cb9171522437716749_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
কলকাতা: বারে বারেই চর্চায় উঠে এসেছে মেট গালার রেড কার্পেটে তাঁর সাজ, প্রশংসিতও হয়েছে। বাঙালি পোশাকশিল্পীই সাজিয়েছিলেন এই বলিউড নায়িকাকে। আলিয়া ভট্ট (Alia Bhatt)। কিন্তু লক্ষ্য করেছেন কী? সাজের সঙ্গে সঙ্গে, কানের পিছনে একটি কালো টিপ পড়েছিলেন আলিয়া! অনেকেই একে বলছেন, নজর টিকা। কী এই নজর টিকা?
মেট গালা ২০২৪-এর থিম ছিল, 'দ্য গার্ডেন অফ টাইম'। সেই থিমের সঙ্গে মানানসই সেজেছিলেন সবাই। আলিয়া পরেছিলেন সব্যসাচী মুখোপাধ্যায়ের (Sabyasachi Mukherjee)-র তৈরি করা একটি শাড়ি। ২৩ ফুট আঁচলের লম্বা একটি শাড়ি পরেছিলেন আলিয়া। গোটা শাড়িতেই ছিল সূক্ষ ফুলের কাজ। মাথায় আনকাট হীরের হেডসেট পরেছিলেন আলিয়া। শোনা গিয়েছে ১৯৫৬ ঘণ্টা ধরে, হাতে বুনে বুনে ১৬৩ জন মিলে তৈরি করেছেন আলিয়ার এই শাড়িটি।
আলিয়ার সাজ নিয়ে যখন সবাই প্রশংসায় পঞ্চমুখ, তখন দেখা গেল, আলিয়ার কানের পিছনে রয়েছে একটি ছোট্ট কালো টিকা। যাকে অনেকেই বলেন নজর টিকা। অনেকে, যাঁরা নজর লেগে যাওয়ার মতো ঘটনায় বিশ্বাস করেন, তাঁরা এই ধরণের টিকা পড়েন। শিশুদেরও অনেক সময় মাথায় বা কানের পিছনে কালো টিপ দেওয়ার চল রয়েছে। অনেকেই মনে করছেন, আলিয়াও সেই বিশ্বাস থেকেই পরেছিলেন নজর টিকা। তবে আলিয়ার সাজের ছবি মুহূর্তেই ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। সবাই প্রশংসাও করেছেন তাঁর সাজের।
আজ আলিয়া শেয়ার করে নিয়েছেন একটি ছোট্ট ভিডিও। সেখানে তিনি কথা বলছেন তাঁর শাড়ি নিয়ে, সাজ নিয়ে। আলিয়া বলছেন, 'আমি মনে করি, যখন তোমার ভিতর থেকে ভাল অনুভূতি হবে, যখন তুমি মনে করবে তোমায় সেরা দেখাচ্ছে, তখনই তোমায় সেরা দেখতে লাগবে। আমি চিরকালই মনে করি সব্যসাচীর পোশাকে আমায় ভাল লাগে। আর তাই, মেট গালার জন্য সেটাই বেছেছিলাম আমি। যে থিম ছিল, সেটাকে মাথায় রেখে মনে হয়েছিল, শাড়ির থেকে সেরা আর কিছু হতেই পারে না।'
View this post on Instagram
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)