'Palan' Trailer Out: 'সমস্যা নয়, কেবল সময় বদলায়!' প্রকাশ্যে কৌশিক গঙ্গোপাধ্যায়ের 'পালান' ছবির ট্রেলার
'Palan': ১৯৮২ সালে মুক্তি পায় মৃণাল সেন পরিচালিত ছবি 'খারিজ'। কিংবদন্তি পরিচালকের শতবর্ষে, তাঁর প্রতি শ্রদ্ধার্ঘ্য জানিয়ে তৈরি হচ্ছে 'পালান'। ছবির ট্রেলারের প্রথম দৃশ্যেই সেই ১৯৮২ সালের সূত্র।
কলকাতা: 'সমস্যা নয়, কেবল সময় বদলায়!' এক জীর্ণ অবস্থায় মাথা তুলে দাঁড়িয়ে থাকা পুরনো বাড়ি। যাকে ঘিরে অজস্র ইতিহাস, আবেগ, গল্প...। আর সেই আবেগের ভেলা ভাসিয়ে আগামী ২২ সেপ্টেম্বর মুক্তি পাবে কৌশিক গঙ্গোপাধ্যায় (Kaushik Ganguly) পরিচালিত ছবি 'পালান' (Palan)। প্রকাশ্যে এল ট্রেলার।
প্রকাশ্যে 'পালান' ছবির ট্রেলার
১৯৮২ সালে মুক্তি পায় মৃণাল সেন (Mrinal Sen) পরিচালিত ছবি 'খারিজ'। কিংবদন্তি পরিচালকের শতবর্ষে, তাঁর প্রতি শ্রদ্ধার্ঘ্য জানিয়ে তৈরি হচ্ছে 'পালান'। ছবির ট্রেলারের প্রথম দৃশ্যেই সেই ১৯৮২ সালের সূত্র। প্রথম দৃশ্যেই অঞ্জন দত্তের কণ্ঠে শোনা যায়, সেই বাড়ির ভূমিকা। যে বাড়িতে ভেন্টিলেশনের অভাবে মারা যায় পালান। আর সেই বাড়িতেই বাস, অঞ্জন দত্ত ও মমতাশঙ্করের। একটা বাড়িতে বেড়ে ওঠা, তার আনাচ কানাচ স্মৃতিতে মোড়া, সেই বাড়িতেই বিয়ে হয়ে প্রথম পা রাখা, দাম্পত্য, গার্হস্থ্য, সব কিছু একটা বাড়িকে ঘিরে, যার জীর্ণকায় দশার জন্য ছেড়ে যেতে হবে। বেঁধে দেওয়া হয়েছে সময়। কারণ সেই বাড়ি 'বিপজ্জনক' হিসেবে চিহ্নিত। চাঙড় ভেঙে পড়ে যে কোনও মুহূর্তে ঘটে যেতে পারে যে কোনও অঘটন। সেই বাড়ি, বাড়িকে ঘিরে তৈরি আবেগ, বাবা ও মাকে নিয়ে কোথায় রাখা হবে, সেই হিসেব কষতে গিয়ে ছেলের কপালে ভাঁজ, অসুস্থ হয়ে পড়া বাবা, ২ মিনিট ১১ সেকেন্ডের ট্রেলার বলে দিচ্ছে ফের কৌশিক গঙ্গোপাধ্যায়ের বুননে তৈরি হয়েছে আবেগঘন এক ছবি।
মধ্যবিত্ত জীবনের দৈনন্দিন সমস্যার গল্পে অভিনয় করতে দেখা যাবে অঞ্জন দত্ত, মমতাশঙ্কর, যিশু সেনগুপ্ত, পাওলি দামকে। চরিত্রের লুক প্রকাশ্যে আসতেই দেখা গিয়েছিল ১৯৮২ সালে মুক্তি পাওয়া 'খারিজ' ছবিতে যেমন দেখা গিয়েছিল অঞ্জন দত্ত ও মমতাশঙ্করকে, ২০২৩ সালের 'পালান'-এও একই রয়েছে তাঁদের সাজ। কেবল সময়ের সঙ্গে সঙ্গে মুখে পড়েছে বয়সের ছাপ। ১ সেপ্টেম্বর, ছবির প্রথম ঝলকের পর আজ, ৮ সেপ্টেম্বর প্রকাশ্যে এল ছবির ট্রেলার।
সোশ্যাল মিডিয়ায় ছবির ট্রেলার শেয়ার করে অভিনেত্রী পাওলি দাম লেখেন, 'সমস্যা নয়, কেবল সময় বদলায়!'
আরও পড়ুন: 'Jawan' On Google: 'জওয়ান' জ্বরে কাবু গুগলও! মজার ডুডলে উপরি পাওনা শাহরুখের কণ্ঠে 'রেডি'!
View this post on Instagram
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন