KBC 14: কীভাবে 'বচ্চন' পদবি পান? এতদিনে অজানা গল্প প্রকাশ্যে আনলেন বিগ বি
Amitabh Bachchan: কীভাবে বাবার ছদ্মনাম অমিতাভের 'পদবি' হয়ে ওঠে, সেই অজানা তথ্য এতদিনে প্রকাশ্যে আনলেন বিগ বি।
![KBC 14: কীভাবে 'বচ্চন' পদবি পান? এতদিনে অজানা গল্প প্রকাশ্যে আনলেন বিগ বি KBC 14: Amitabh Bachchan Reveals How He Got The Surname 'Bachchan', know in details KBC 14: কীভাবে 'বচ্চন' পদবি পান? এতদিনে অজানা গল্প প্রকাশ্যে আনলেন বিগ বি](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/11/08/46c6af48edbaa96c6ae5f3080a72c7f41667917837574214_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
মুম্বই: অমিতাভ বচ্চন (Amitabh Bachchan)। বিগ বি (Big B)। বলিউডের শাহেনশাহ। নানা নামে বি টাউনের এই মেগাস্টারকে ডাকা হলেও 'বচ্চন' (Bachchan) নামটা যেন বিশেষভাবে তাঁর জন্যই প্রযোজ্য বলে মনে করেন বহু মানুষ। তাঁকে 'বিগ বি' বলা হয়। আবার তাঁর ছেলে অভিষেককে 'জুনিয়র বচ্চন' বলে ডাকা হয়। এমনকি অভিষেক তাঁর নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে নিজের নাম 'বচ্চন'ই রেখেছেন। বহু মানুষ মনে করেন, 'বচ্চন' আসলে বিগ বি-দের পদবি। আসলে তা একেবারেই নয়। এটি ছিল অমিতাভ বচ্চনের বাবা বিশিষ্ঠ কবি হরিবংশ রাইয়ের ছদ্মনাম। এই নামেই তিনি কবিতা লিখতেন। পরবর্তীকালে কীভাবে বাবার ছদ্মনাম অমিতাভের 'পদবি' হয়ে ওঠে, সেই অজানা তথ্য এতদিনে প্রকাশ্যে আনলেন বিগ বি।
অমিতাভ কীভাবে 'বচ্চন' পদবি পেলেন?
অমিতাভ বচ্চনকে বর্তমানে বড় পর্দার পাশাপাশি দেখা যাচ্ছে ছোট পর্দাতেও। টেলিভিশনের জনপ্রিয় ক্যুইজ শো 'কৌন বনেগা ক্রোড়পতি'র সিজন ১৪ সঞ্চালনা করছেন তিনি। আর সেখানেই সম্প্রতি এক প্রতিযোগী এসেছিলেন। যিনি নিজের সম্পূর্ণ নাম বলেন রুচি। কেন তিনি পদবি ব্যবহার করেন না, সে সম্পর্কে বলেন, 'আমার পুরো নাম রুচি। আমার মনে হয় বদবি আসলে আমাদের একটা ধর্ম, বর্ণের তালিকায় ফেলে দেয়। আমি মনে করি, আমাদের প্রথম নামটাই যথেষ্ট নিজের সম্পর্কে বলার জন্য। এটা আপনার নিজের পরিচয়। আমার মতো আমার স্বামীরও নিজের একটা পরিচয় রয়েছে। এটা এখন নয়। ছোটবেলা থেকেই। সব জায়গাতেই আমি নিজেকে শুধুমাত্র রুচি হিসেবেই পরিচয় দিই। আর আজ 'কৌন বনেগা ক্রোড়পতি'তেও আমি নিজেকে শুধু রুচি নামেই পরিচয় দেব।' প্রতিযোগীর নিজের নামের এই ব্যাখ্যা শোনার পরই অমিতাভ বচ্চন তাঁর পদবির আসল রহস্য ফাঁস করেন।
আরও পড়ুন - Alia Bhatt: তিন বছর আগে থেকে কন্যা সন্তানের নাম ঠিক করে রেখেছেন আলিয়া! ভাইরাল পুরনো ভিডিও
বিগ বি বলেন, 'আমার বাবা কখনওই এই জাতি- ধর্ম- বর্ণের তালিকায় পড়তে চাননি। তাঁর 'পদবি' বচ্চন আসলে ওঁর কবি-নাম বা ছদ্মনাম। এই নামেই তিনি কবিতা লিখতেন। আমাকে স্কুলে ভর্তি করার সময় শিক্ষকরা জানতে চান যে, তিনি আমার পদবি কী লিখতে চান। সেই মুহূর্তেই তিনি সিদ্ধান্ত নেন যে, তিনি আমার পদবি 'বচ্চন' রাখবেন। আমিই এই পরিবারের প্রথম সদস্য যে 'বচ্চন' পদবি পেয়েছি।'
প্রসঙ্গত, বড় পর্দার সঙ্গে ছোট পর্দায় চুটিয়ে কাজ করছেন অমিতাভ বচ্চন। বয়স যে তাঁর কাছে একটা সংখ্যা মাত্র, তা তিনি বারবার প্রমাণ করে দিচ্ছেন। কিছুদিন আগেই মুক্তি পায় তাঁর ছবি 'গুড বাই'। সামনেই মুক্তি পাবে তাঁর ছবি 'উঁচাই'। এছাড়াও একাধিক প্রজেক্ট হাতে রয়েছে তাঁর। তার সঙ্গে চলছে তাঁর 'কৌন বনেগা ক্রোড়পতি'র সঞ্চালনাও। সদ্য কয়েকদিন আগেই তিনি 'কেবিসি'র শ্যুটিং করতে গিয়ে পায়ে চোট পান। কিছুটা সুস্থ হতেই ফের যোগ দিয়েছেন শ্যুটিংয়ে।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)