Alia Bhatt: তিন বছর আগে থেকে কন্যা সন্তানের নাম ঠিক করে রেখেছেন আলিয়া! ভাইরাল পুরনো ভিডিও
Bollywood Celebrity Updates: তিন বছর আগেই আলিয়া ভট্ট তাঁর কন্যা সন্তানের নাম ঠিক করে রেখেছিলেন। জানিয়েছিলেন, যদি ভবিষ্যতে তাঁর কন্যা সন্তান হয়, তাহলে তিনি কী নাম রাখবেন।
মুম্বই: সদ্যই মা হয়েছেন বলিউড অভিনেত্রী আলিয়া ভট্ট (Alia Bhatt)। চলতি বছরই তিনি রণবীর কপূরের (Ranbir Kapoor) সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। আর বিয়ের মাস দুয়েকের মধ্যেই তিনি ঘোষণা করেন যে, তাঁদের সংসারে আসতে চলেছে নতুন অতিথি। অপেক্ষার প্রহর গুনতে গুনতে কেটে যায় বেশ কয়েক মাস। অবশেষে গত রবিবার তিনি সন্তানের জন্ম দিয়েছেন। তাঁর কোল আলো করে এসেছে ফুটফুটে এক কন্যা। এখনও পর্যন্ত কন্যা সন্তানের নাম ঘোষণা করেননি তাঁরা। শোনা যাচ্ছে, শীঘ্রই তাঁরা কন্যার নাম জানাবেন প্রকাশ্যে। কিন্তু জানেন কি, তিন বছর আগেই আলিয়া ভট্ট তাঁর কন্যা সন্তানের নাম ঠিক করে রেখেছিলেন। জানিয়েছিলেন, যদি ভবিষ্যতে তাঁর কন্যা সন্তান হয়, তাহলে তিনি কী নাম রাখবেন। সম্প্রতি নেট দুনিয়ায় ভাইরাল হয়েছে অভিনেত্রীর পুরনো ভিডিও।
কন্যাসন্তান হলে কী নাম রাখার কথা আগেই ভেবে রেখেছিলেন আলিয়া?
সম্প্রতি নেট দুনিয়ায় আলিয়া ভট্টের একটি পুরনো ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে নিজের ভবিষ্যত প্রজন্মকে নিয়ে কথা বলতে দেখা যাচ্ছে তাঁকে। ভিডিওতে দেখা যাচ্ছে, 'গাল্লি বয়' ছবির প্রচারে আলিয়া ভট্ট তাঁর সহ-অভিনেতা রণবীর সিংহের সঙ্গে টেলিভিশনের এক ডান্স শোয়ে উপস্থিত হন। সেখানেই এক প্রতিযোগীর সঙ্গে কথা বলাকালীন তিনি নিজের কন্যা সন্তানের নাম কী রাখবেন, তা প্রকাশ করেন। ওই নাচের প্রতিযোগীতার এক প্রতিযোগী আলিয়ার নাম সঠিকভাবে উচ্চারণ করতে পারেননি। আলিয়ার পরিবর্তে তিনি অভিনেত্রীকে 'আলমা' বলে সম্বোধন করে ফেলেন। আর ওই প্রতিযোগীর ওই নামই অভিনেত্রীর অত্যন্ত পছন্দ হয়ে যায়। তিনি জানিয়ে দেন যে, ভবিষ্যতে তিনি তাঁর কন্যা সন্তানের নাম 'আলমা' রাখবেন। আলিয়া বলেন, ''আলমা' নামটা খুব সুন্দর। আমি আমার মেয়ের নাম আলমা রাখব।' কাকতালীয়ভাবে আলিয়া ভট্ট কন্যা সন্তানেরই জন্ম দিয়েছেন। তাই স্বাভাবিকভাবেই অভিনেত্রীর পুরনো এই ভিডিও ফের নেট দুনিয়ায় ভাইরাল হতে সময় নেয়নি। নেটিজেনরা মন্তব্য করছেন, তাহলে কি আলিয়া তাঁর কন্যার নাম 'আলমা' রাখতে চলেছেন? উত্তর এখনও জানা নেই। জানতে হলে অপেক্ষা করতে হবে অভিনেত্রীর অফিশিয়ালি ঘোষণা করা পর্যন্ত।
আরও পড়ুন - Avatar 2: যদি 'অবতার ২' ব্যর্থ হয় তাহলে কী করবেন? স্পষ্ট জানালেন পরিচালক জেমস ক্যামেরন
প্রসঙ্গত, চলতি বছর ১৪ এপ্রিল বিবাহবন্ধনে আবদ্ধ হন আলিয়া ভট্ট এবং রণবীর কপূর। অভিনেতার পালি হিলের বাড়িতে বসেছিল তাঁদের বিবাহবাসর। প্রায় ৫ বছর সম্পর্কে থাকার পর তাঁরা নতুন জীবনে পা রাখেন। আর চলতি বছর জুন মাসে সবাইকে চমকে দিয়ে অভিনেত্রী নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে জানান যে, তিনি মা হতে চলেছেন। তাঁদের জীবনে আসতে চলেছে নতুন অতিথি। অভিনেত্রীর সেই ঘোষণার পর দেখা দেয় বিতর্কও। তিনি কি বিয়ের আগেই অন্তঃসত্ত্বা ছিলেন? ওঠে এমন প্রশ্নও। যদিও কোনও বিতর্কেই মুখ খোলেন না আলিয়া। এবারও তার অন্যথা হয়নি।