Kiara Advani: যমজ সন্তান চান কিয়ারা আডবাণী! চাই করিনা কপূরের মতো গুণ ও!
Kiara Advani News: কিয়ারাকে প্রশ্ন করা হয়েছিল, তাঁর যদি যমজ সন্তান হয়, তিনি কী চান? এক ছেলে এক মেয়ে?

কলকাতা: পরিবারে আসতে চলেছে নতুন সদস্য। আর তার জন্যেই অধীর আগ্রহে অপেক্ষা করছেন কিয়ারা আডবাণী (Kiara Advani) ও সিদ্ধার্থ মলহোত্র (Siddharth Malhotra)। সোশ্যাল মিডিয়ায় তিনি ও সিদ্ধার্থ মিষ্টি একটা পোস্ট করে জানিয়েছেন, পরিবারে আসছে নতুন সদস্য। কিন্তু এই প্রথম নয়, এর আগেই নাকি মা হওয়ার পরিকল্পনা করেছিলেন কিয়ারা আডবাণী। শুধু তাই নয়, তিনি চেয়েছিলেন যাতে তাঁর যমজ সন্তান হোক। কিছুদিন আগে দেওয়াএকটি সাক্ষাৎকারে এই কথাই জানিয়েছিলেন কিয়ারা।
সদ্য সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে একটি ভিডিও। আর সেখানে কিয়ারাকে প্রশ্ন করা হয়েছিল, তাঁর যদি যমজ সন্তান হয়, তিনি কী চান? এক ছেলে এক মেয়ে? নাকি দুই ছেলে নাকি দুই মেয়ে? উত্তরে কিয়ারা বলেন, 'আমার কেবল দুজন স্বাস্থ্যবান শিশু চাই ঈশ্বরের থেকে।' কিয়ারার এই উত্তরের প্রশংসা করেছিলেন করিনা কপূর খোদ। তিনি বলেছিলেন খুবই বুদ্ধিদীপ্ত উত্তর দিয়েছেন কিয়ারা। পরবর্তীতে অবশ্য কিয়ারা জানান, তাঁর এক ছেলে ও এক মেয়ে হলে খুব ভাল হয়।
কিয়ারা আডবাণীকে আরও একটি সাক্ষাৎকারে প্রশ্ন করা হয়েছিল, তিনি কী চান? তাঁর সন্তান কেমন হোক? সেই সময়ে কিয়ারা বলেন, তিনি চান তাঁর সন্তান করিনার ৩টি গুণ পাক। কী সেই তিনটি গুণ? করিনার মতো আত্মবিশ্বাস, করিনার মতো আবেগ অনুভূতি ও করিনার মতো অরা। এই সমস্ত গুণ ই নিজের সন্তানের মধ্যে চান কিয়ারা। তাঁর মতে করিনা কপূরকে ১০-এ ১০ দেওয়া চলে। তিনি এতটাই সঠিক যে কোথাও এক মুহূর্তের জন্য ও তাঁকে নিয়ে মনে সন্দেহ করার কোনও জায়গা নেই।
একবার একটি সাক্ষাৎকারে কিয়ারা বলেছিলেন, তিনি বিয়ের পরে খুব তাড়াতাড়ি মা হতে চান। কারণ হিসেবে কিয়ারা মজা করে বলেছিলেন, এমনি সময়ে তাঁকে অনেক ডায়েটে থাকতে হয়। মেপে খাওয়া দাওয়া করতে হয়। তবে অন্তঃসত্ত্বা হলে তিনি যা ইচ্ছে তাই খেতে পারবেন, ওজন বৃদ্ধি নিয়ে আর ভাবতে হবে না। কিয়ারার যেন সেই স্বপ্ন পূরণ হতে চলেছে। অভিনেত্রীর কোলে আসতে চলেছে একরত্তি সন্তান। এখন পরিবারের নতুন সদস্য আসার অপেক্ষায় দিন গুনছেন সিদ্ধার্থ ও কিয়ারা দুজনেই। একটি সাক্ষাৎকারে সিদ্ধার্থকে প্রশ্ন করা হয়েছিল, তিনি বিয়ের পরে সবচেয়ে বেশি কী মিস করেন? উত্তরে সিদ্ধার্থ বলেছিলেন কিয়ারার সঙ্গে লুকিয়ে দেখা করা। তবে এখন তাঁদের জীবনে আসতে চলেছে বড় বদল। বাবা-মা হতে চলেছেন সিদ্ধার্থ ও কিয়ারা। এখন তাঁরা কেবল দিন গুনছেন পরিবারে নতুন সদস্য আসার।
আরও পড়ুন: Chiranjeet-Prosenjit: 'ভাই আমার ভাই', দীর্ঘদিন পরে এক সিনেমায় প্রসেনজিৎ ও চিরঞ্জিৎ!






















