Kiara Advani: সিদ্ধার্থের সঙ্গে জন্মদিনটা কোথায় কাটালেন কিয়ারা?
Sidharth-Kiara Updates: সোশ্য়াল মিডিয়া জুড়ে তাঁদের জন্মদিন উদযাপনের বেশ কিছু ছবিও পোস্ট করা হয়েছে জনৈক ইনস্টাগ্রাম ব্যবহারকারীদের পক্ষ থেকে।
মুম্বই: আজ জন্মদিন বলিউড অভিনেত্রী কিয়ারা আডবাণীর (Kiara Advani)। জীবনের এই বিশেষ দিনটা বিশেষ মানুষের সঙ্গেই কাটাচ্ছেন কিয়ারা। সিদ্ধার্থ মলহোত্রর (Sidharth Malhotra) সঙ্গে সম্পর্কের কথা প্রকাশ্যে স্বীকার না করলেও বিভিন্ন সূত্র অনুযায়ী জানা যাচ্ছে, জন্মদিনটা (Kiara Advani Birthday) তাঁর সঙ্গেই কাটাচ্ছেন অভিনেত্রী। সোশ্য়াল মিডিয়া জুড়ে তাঁদের জন্মদিন উদযাপনের বেশ কিছু ছবিও পোস্ট করা হয়েছে জনৈক ইনস্টাগ্রাম ব্যবহারকারীদের পক্ষ থেকে। যদিও সেই ছবিগুলির সত্যতা যাচাই করা যায়নি। ছবিতে দুই তারকাকে একসঙ্গে দেখা যাচ্ছে।
কোথায় জন্মদিন উদযাপন করছেন কিয়ারা?
সম্প্রতি নেট দুনিয়ায় এক ইনস্টাগ্রাম ব্যবহারকারীর পক্ষ থেকে বেশ কয়েকটি ছবি পোস্ট করা হয়েছে। ছবিগুলিতে দেখা যাচ্ছে কালো পোশাকে সেজেছেন কিয়ারা। আর সিদ্ধার্থকে দেখা যাচ্ছে ডেনিম শার্ট ও কালো জিনসে। দুই তারকার সেই ছবি পোস্ট করা হয়েছে তাঁদের দুবাইয়ের অনুরাগীদের পক্ষ থেকে। জানা যাচ্ছে, কিয়ারা আডবাণীর জন্মদিন উদযাপন করতে তাঁকে নিয়ে দুবাই উড়ে গিয়েছেন সিদ্ধার্থ। সেখানেই প্রেমিকার বিশেষ দিনটা কাটাচ্ছেন তাঁরা।
কিয়ারা আডবাণীকে তাঁর জন্মদিনে বিশেষভাবে শুভেচ্ছা জানিয়েছেন সিদ্ধার্থ। তাঁদের দুজনের ছবি 'শেরশাহ'র একটি ভিডিও পোস্ট করে অভিনেত্রীকে জন্মদিনের শুভেচ্ছা জানান। প্রসঙ্গত, বেশ কিছু বছর ধরে একে অপরের সঙ্গে সম্পর্কে রয়েছেন সিদ্ধার্থ ও কিয়ারা। মাঝে তাঁদের ব্রেকআপের কথা শোনা গেলেও সমস্ত গুঞ্জন নস্যাৎ করে কর্ণ জোহরের বার্থ ডে পার্টিতে একসঙ্গে যোগ দেন তাঁরা।
আরও পড়ুন - Top Entertainment News Today: একনজরে আজকের সেরা বিনোদনের খবর
কিয়ারা আডবাণীকে শেষবার পর্দায় দেখা গিয়েছে বরুণ ধবনের বিপরীতে 'যুগ যুগ জিও' ছবিতে। তাঁর শেষ দুটি মুক্তি পাওয়া ছবি 'ভুলভুলাইয়া টু' এবং 'যুগ যুগ জিও', দুটোই বক্স অফিসে সাফল্য পেয়েছে। তাঁকে শীঘ্রই দেখা যাবে 'গোবিন্দা মেরা নাম' ছবিতে। অন্যদিকে, সিদ্ধার্থ মলহোত্রকে সামনেই দেখা যাবে 'মিশন মজনু' ছবিতে।