এক্সপ্লোর
Advertisement
যৌনতার চেয়েও বেশি পছন্দ পিত্জা! আর কী কী, জানালেন কিয়ারা
ভিডিওতে কলেজে পড়াকালীন একবার বেড়াতে গিয়ে মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছিলেন, তাঁর ‘সবচেয়ে সেরা অস্ত্র’ দুটো চোখ, স্মৃতিগাঁথায় নিজের সম্পর্কে কী লেখা হোক চান, জানিয়েছেন কিয়ারা।
মুম্বই: ট্য়ুইঙ্কল খন্নার অনলাইন উদ্যোগ ‘ট্যুইক ইন্ডিয়া’র ভিডিওতে সম্প্রতি নিজের সম্পর্কে বেশ কিছু আকর্ষণীয় তথ্য দিয়েছেন কিয়ারা আডবাণী, যা এতদিন অজানাই ছিল। ইদানীং এই সুন্দরীর নাম আলোচনার কেন্দ্রে রয়েছে ‘লক্ষ্মী’ ছবির জন্য। শিরোনাম নিয়ে বিতর্কের বিষয়বস্তু হয়ে ওঠা ছবিটি ৯ নভেম্বর মুক্তি পাচ্ছে ডিজনি, হটস্টারে। ছবিতে কিয়ারাকে দেখা যাবে অক্ষয় কুমারের সঙ্গে। ‘গুড নিউজ’-এও দুজনে কাজ করেছেন একসঙ্গে। শেষ কিয়ারাকে দেখা গিয়েছে ‘গিলটি’ ছবিতে। আগামীদিনে তাঁর বেশ কয়েকটি ছবি মুক্তি পাচ্ছে। ‘ইন্দু কি জওয়ানি’, ‘ভুল ভুলাইয়া ২’, ‘শের শাহ’।
কিন্তু এসব ছাপিয়ে গিয়েছে কিয়ারার প্রকাশ করা নিজের সম্পর্কে তথ্যগুলি। মাল্টিটাস্কিং ভিডিওতে কিয়ারা অনেক কিছুই বলেছেন। কিন্তু তাঁর ভক্তদের সবচেয়ে ভাল লেগেছে, কিয়ারা যখন বলেছেন, এমন কী কী আছে, তা ‘উপভোগ্য দারুণ যৌনতা’র চেয়েও তাঁর বেশি প্রিয়। এমন কোন তিনটে জিনিসের নাম তাঁকে বলতে বলা হয়, যেগুলি ‘গ্রেট সেক্স’-এর চেয়েও বেশি পছন্দ তাঁর। কিয়ারার পছন্দের তালিকায় আছে তিনটি জিনিস। সবার ওপরে পিত্জা। পরপর তিনি বলে যান, চমত্কার পিত্জা, শপিং, একটা ভাল মুভি। ভিডিওতে কলেজে পড়াকালীন একবার বেড়াতে গিয়ে মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছিলেন, তাঁর ‘সবচেয়ে সেরা অস্ত্র’ দুটো চোখ, স্মৃতিগাঁথায় নিজের সম্পর্কে কী লেখা হোক চান, জানিয়েছেন কিয়ারা। তাঁর সবচেয়ে বড় চিয়ারলিডার হিসাবে নিজের বাবা-মায়ের উল্লেখ করেছেন।
সম্প্রতি কিয়ারা সোস্যাল মিডিয়ায় ট্রেন্ডিং হন দি কপিল শর্মা শো-র একটি এপিসোডে অক্ষয় কুমারের সঙ্গে আলাপচারিতার পর। কিয়ারা নাকি শের শাহ ছবির সহ অভিনেতা সিদ্ধার্থ মালহোত্রাকে ডেট করছেন বলে জোর গুঞ্জন বলিউডি। সেই শো-তে অক্ষয়ের কথায়ও তারই ইঙ্গিত মেলে। অক্ষয় কিয়ারা সম্পর্কে মন্তব্য করেন, ‘বড়ি সিদ্ধান্তওয়ালি লড়কি হ্য়ায়!’
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
খবর
ব্যবসা-বাণিজ্যের
জেলার
Advertisement