Kiara-Vijay Update: এবার জুটি বাঁধছেন কিয়ারা আডবাণী - বিজয় দেবেরাকোন্ডা, খবর সূত্রের
Kiara-Vijay Update: 'নিন্নু কোরি' পরিচালক শিবা নির্বানার সঙ্গে কথা চলছে 'গীত গোবিন্দম' অভিনেতা বিজয় দেবেরাকোন্ডার। শোনা যাচ্ছে সেই ছবির প্রধান নারী চরিত্রের জন্য ভাবা হয়েছে কিয়ারা আডবাণীর নাম।
নয়াদিল্লি: এবার একসঙ্গে জুটি বাঁধতে চলেছেন বিজয় দেবেরাকোন্ডা (Vijay Deverakonda) ও কিয়ারা আডবাণী (Kiara Advani)। সাম্প্রতিক সূত্রে মিলেছে এমনই খবর।
দক্ষিণী তারকা বিজয় দেবেরাকোন্ডা এখন এমনিই শিরোনামে। অন্যদিকে 'শেরশাহ' ছবিতে বেশ নজরকাড়া অভিনয় করেছেন কিয়ারা। এবার খবর পাওয়া যাচ্ছে যে একসঙ্গে কাজ করবেন বিজয় ও কিয়ারা।
'নিন্নু কোরি' পরিচালক শিবা নির্বানার ('Ninnu Kori' fame Shiva Nirvana) সঙ্গে কথা চলছে 'গীত গোবিন্দম' অভিনেতা বিজয় দেবেরাকোন্ডার। শোনা যাচ্ছে সেই ছবির প্রধান নারী চরিত্রের জন্য ভাবা হয়েছে কিয়ারা আডবাণীর নাম। একইসঙ্গে শোনা যাচ্ছে যে ছবির আপাতত নাম ভাবা হয়েছে 'ভিডি ১২' (VD 12)। যদিও নির্মাতারা ছবির ব্যাপারে এখনও কিছুই প্রকাশ্যে বলেননি।
যদি এই খবর সত্যি হয় তাহলে 'ভিডি ১২' ছবিটি কিয়ারার কেরিয়ারে তৃতীয় তেলুগু ছবি হবে। এর আগে তিনি 'ভরত আনে নেনু' ('Bharat Ane Nenu') ও 'বিনয়া বিধেয়া রামা' ('Vinaya Vidheya Rama') ছবিতে অভিনয় করেছেন। মহেশবাবু ও রাম চরণের সঙ্গে কাজ করেছেন তিনি।
এক প্রতিবেদনের সূত্র অনুযায়ী নির্মাতারা এই ছবিটি ২০২২ সালের শেষের দিকে মুক্তি পাওয়ার কথা ভেবেছেন। অন্যদিকে, বিজয় দেবেরাকোন্ডা হাত মিলিয়েছেন 'পুষ্পা' খ্যাত পরিচালক সুকুমারের সঙ্গেও।
আরও পড়ুন: Randeep Hooda Update: নতুন সিরিজ নিয়ে আসছেন রণদীপ হুডা, শেয়ার করলেন 'ক্যাট'-এর প্রথম লুক
বিজয় দেবেরাকোন্ডার আগামী ছবি 'লাইগার'-এর হাত ধরেই প্যান-ইন্ডিয়া অভিনেতা হিসেবে ডেবিউ করছেন। ছবিটি ২৫ অগাস্ট প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে।
অন্যদিকে, এখন শিরোনামে বিজয় দেবেরাকোন্ডা। শোনা যাচ্ছে দক্ষিণী তারকা রশ্মিকা মান্দান্নার সঙ্গে সম্পর্কে রয়েছেন তিনি। মুম্বইয়ে না কি তাঁদের একসঙ্গে ডেট সেরে বের হতেও দেখা গেছে। যদিও সেই গুজব একেবারে উড়িয়ে দিয়েছেন অভিনেতা নিজেই। তবে ঘনিষ্ঠ মহল সূত্রে খবর, শীঘ্রই বিয়েও সারবেন তাঁরা।