Deepika Padukone Birthday: কোন খাবার দেখেই ভোলেন ডায়েট, স্কিনকেয়ার থেকে শুরু করে অদ্ভুত সব অভ্যাস, জন্মদিনে দীপিকার অজানা জীবনযাপন
Deepika Padukone News: তাঁর কাজ বা ব্যক্তিগত জীবনের ঘটনা দিয়ে নয়... এবিপি লাইভ খোঁজার চেষ্টা করল মানুষ দীপিকাকে। অভিনেত্রীর পছন্দ, অপছন্দ, সব অভ্যাসকে।
মুম্বই: আজ বলিউডের 'মস্তানি' দীপিকা পাড়ুকোন (Deepika Padukone)-র জন্মদিন। অভিনয় বা সৌন্দর্য্য.. সবেতেই বারে বারে তাক লাগিয়েছেন তিনি, উঠে এসেছেন বলিউডের এক্কেবারে প্রথম সারির নায়িকাদের তালিকায়। জন্মদিনে, দীপিকাকে নিয়ে অনেক আকর্ষণীয় তথ্য থেকে শুরু করে তাঁর সেরা অভিনীত ছবি... সবই এর আগে আপনাদের সামনে তুলে ধরেছে এবিপি লাইভ (ABP Live)। ৩৮ বছরে পা দিলেন অভিনেত্রী। আর এই বছর, তাঁর কাজ বা ব্যক্তিগত জীবনের ঘটনা দিয়ে নয়... এবিপি লাইভ খোঁজার চেষ্টা করল মানুষ দীপিকাকে। অভিনেত্রীর পছন্দ, অপছন্দ, সব অভ্যাসকে।
দীপিকার দিন শুরু..
সকালটা দীপিকার কাছে নাকি ভীষণ গুরুত্বপূর্ণ সময়। একাধিক সাক্ষাৎকারে এই কথা নিজেই বলেছেন তিনি। প্রত্যেকদিন সকালটা তিনি শুরু করেন ওয়ার্কআউট দিয়েই। যতই শ্যুটিং বা অন্যান্য ব্যস্ততা থাকুক না কেন, দীপিকা বিশ্বাস করেন, বাড়ি থেকে একবার বেরিয়ে গেলেই নিজের জন্য আর সময় পাওয়া যায় না। ফলে সকালটা তিনি কাটান শান্তিতে, নিজের সঙ্গে।
প্রিয় জলখাবার
দীপিকা যে কড়া ডায়েটে থাকেন, তা বলাই বাহুল্য। দীপিকার দিনের শুরুটা হয় এক গ্লাস ঈষদুষ্ণ গরম জল দিয়ে। এরপরে সকালের জলখাবারে দীপিকা একটা সুষম ডায়েট মেনে চলেন। সেখানে থাকে ডিমের সাদা অংশ, লো ফ্যাট দুধ, কিছু ফল। মাঝেমধ্যে অবশ্য ডায়েট ভেঙে দক্ষিণী খাবারও খেতে ভালবাসেন দীপিকা।
দীপিকা যখন ডায়েট ভোলেন..
কড়া ডায়েটে থাকলেও, আপনি যদি দীপিকার প্রিয় খাবারের তালিকা শোনেন, তাহলে চোখ কপালে উঠতে বাধ্য। দীপিকার প্রিয় খাবার রসম রাইস (Rasam Rise)। দক্ষিণী এই খাবার দীপিকার ভীষণ প্রিয়। সেই সঙ্গে, দীপিকা ভালবাসেন মিষ্টি খেতে। চকোলেট থেকে শুরু করে আইসক্রিম.. সবই দীপিকার ভীষণ প্রিয়।
হোটেলে ঢুকেই দীপিকা যা করেন...
শ্যুটিং থেকে শুরু করে অন্যান্য় কাজের জন্য দীপিকাকে হামেশাই বাইরে যেতে হয়, থাকতেও হয় হোটেলের ঘরে। আর রুম পেয়েই, দীপিকা প্রথমে যেটা করেন, সেটা হল গোছগাছ করা। ঘরে যদি কেমন কোনও আর্টিকেল বা পত্রিকা থাকে যা দীপিকার মানসিক শান্তি নষ্ট করবে, সেগুলিকে সরিয়ে ফেলেন দীপিকা। এমনকি ঘরের আসবাবেরও নিজের সুবিধামতো স্থান পরিবর্তন করে নেন তিনি।
কী থাকে দীপিকার ব্যাগে?
দীপিকা জীবন চালান ভীষণ নিয়ম মেনে। কখনও বাড়ির বাইরে বেরতে হলে, তাঁর অভ্যাস প্রচুর জিনিসপত্র নিয়ে বেরনো। দীপিকার ব্যাগে যেমন থাকে তাঁর প্রিয় ফেস মিস্ট, সানস্ক্রিন, তেমনই থাকে বাড়ির চাবি, ছোট ছোট ব্যাগে করে প্রয়োজনীয় জিনিস। দীপিকা বলেন, পোশাক ছাড়া সবই নাকি পাওয়া যাবে তাঁর ব্যাগে।
দীপিকার স্কিনকেয়ার
বলিউডের 'পদ্মাবতী'-র ত্বকের জেল্লা ঈর্ষণীয়। এই কথা একবাক্য়ে স্বীকার করবেন সবাই। তবে এই ত্বকের জন্য কী কী মেনে চলেন দীপিকা? অভিনেত্রী জানিয়েছেন, ত্বকের জন্য তিনি ৩টি ধাপ মেনে চলেন। বাড়ি থেকে বেরনোর আগেই তিনি ত্বক খুব ভালভাবে পরিষ্কার করে নেন। এরপর তিনি খুব হালকা কোনও ময়স্চরাইজার লাগিয়ে নেন যাতে তাঁর ত্বক নরম থাকে। এরপরে, বাড়িতে থাকুন বা বাইরে.. দীপিকা সবসময় সানস্ক্রিন ব্যবহার করেন। এমনকি বারে বারে সানস্ক্রিন লাগাতেও পছন্দ করেন তিনি।
হোটেলের ঘরে একা লাগে দীপিকার?
হামেশাই ঘরের বাইরে, হোটেলে সময় কাটাতে হয় দীপিকাকে। তাঁর কি কখনও একা লাগে? দীপিকা জানিয়েছিলেন, তিনি হোটেলের নিস্তব্ধতা ভীষণ পছন্দ করেন। কোনও বেল বাজছে না, কোনও কাজ নেই.. এই মুহূর্তগুলো ভীষণ উপভোগ করেন তিনি।
মুম্বইয়ে প্রথম থাকার জায়গা
দীপিকা প্রথম যখন কাজের জন্য মুম্বই আসেন, তখন তিনি নিজের এক কাকিমার বাড়িতে থেকেছিলেন দীর্ঘদিন। এরপরে, একটি অ্যাপার্টমেন্ট ভাড়া করে থাকা শুরু করেন দীপিকা। ধীরে ধীরে, অর্থ উপার্জন করে বান্দ্রায় নিজের নামে প্রথম অ্যাপার্টমেন্ট কেনেন দীপিকা।
যেখানে যাচ্ছেন, সেখানখার খাবার চাইই চাই
দীপিকা ডায়েটে থাকলেও, বাইরে সফর করতে হলে হামেশাই নাকি ডায়েট ভোলেন তিনি। কাজের সূত্রে তাঁকে ঘুরে বেড়াতে হয় গোটা পৃথিবী। আর তাই, তিনি যেখানে যাচ্ছেন, সেখানকার স্থানীয় খাবার চেখে দেখতে পছন্দ করেন অভিনেত্রী। সেই অভিজ্ঞতা কখনও ভাল হয়, কখনও মন্দ.. তবে গোটা পৃথিবীর বিভিন্ন জায়গায় স্থানীয় খাবার দেখে দেখা তাঁর ভীষণ পছন্দের।
আরও পড়ুন: 12th Fail: মুক্তির ৩ দিনের মধ্যেই সেরার শিরোপা, হটস্টারে 'মোস্ট ওয়াচড' 12th Fail