এক্সপ্লোর
Advertisement
কেন 'কুছ কুছ হোতা হ্যায়' সিনেমায় অভিনয়ের প্রস্তাবে রাজি হয়েছিলেন, ২০ বছর পর জানালেন সলমন খান
মুম্বই: ১৯৯৮-এর সুপারহিট ‘কুছ কুছ হোতা হ্যায়’ সিনেমাতে প্রধান চরিত্রে দেখা গিয়েছিল শাহরুখ খানস কাজল ও রানি মুখোপাধ্যায়। এই সিনেমায় ছোট্ট একটা ভূমিকায় দেখা গিয়েছিল সলমন খানকে। এই ভূমিকায় অভিনয়ের প্রস্তাবে কেন রাজি হয়েছিলেন, তা সিনেমা মুক্তির ২০ বছর উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে জানালেন সলমন।
তিনি জানিয়েছেন, ‘আসলে ব্যাপারটা হয়েছিল কী যে, পরিচালক কর্ণ জোহর আমার বোন অলভীরার সঙ্গে দেখা করে বলেছিল যে, এটা ওর প্রথম সিনেমা..সিনেমার জন্য কাজল, শাহরুখকে সাইন করিয়েছে। একটা ছোট্ট রোল আছে, যেটি খুবই গুরুত্বপূর্ণ আর ওই চরিত্রে অভিনয় কোনও তারকাই করতে পারে। কিন্তু ওই চরিত্রের জন্য কোনও তারকাকেই পাওয়া যাচ্ছে না। আমার বোন অলভীরা আমাকে বলল যে, কর্ণ খুবই ভালো ছেলে। ওর প্রথম ছবি। তাই ওই সিনেমায় কাজ করে তোমার ওকে সাহায্য করা উচিত’।
সিনেমা মুক্তির ২০ বছর উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে শাহরুখ, কাজল, রানি, কর্ণ জোহর, অন্যান্য শিল্পী ও কর্মীরা উপস্থিত ছিলেন। কিন্তু সশরীরে হাজির না থাকলেও ভিডিও কনফারেন্সের মাধ্যমে নিজের অনুভূতির কথা জানিয়েছেন।
সলমন জানিয়েছেন, একদিন একটা পার্টিতে তাঁর সঙ্গে দেখা করেন কর্ণ। তখন তাঁকে সলমন বলেন যে, ওই সিনেমায় তিনি কাজ করবেন।
সলমন বলেছেন, ‘আমি আমার বোন, হীরু আন্টি, কর্ণ জোহর, শাহরুখ খানদের জন্য ওই সিনেমায় কাজ করেছি। শুধু চাই নয়, আমার চিত্রনাট্যও দারুণ পছন্দ হয়েছিল। আমি কর্ণের লেখার ক্ষমতায় বেশ প্রভাবিত হয়েছিলাম’।
সলমন পরিচালক করণের প্রশংসার পঞ্চমুখ হয়েছেন। তিনি বলেছেন, সিনেমা নিয়ে কর্ণের দৃষ্টিভঙ্গি খুবই স্পষ্ট। আর ও অনেক ভালো সিনেমা করেছে।
সলমন বলেছেন, কুছ কুছ হোতা হ্যায় একটা ভিন্ন ধরনের সিনেমা। ওই সিনেমায় কর্ণের নিজস্ব একটা স্টাইল ছিল। এই সিনেমার মাধ্যমে কর্ণ একটা ভিন্ন ধরনের সিনেমার স্টাইল গড়ে তুলে ছিলেন।
কুছ কুছ হোতা হ্যায় সিনেমার অংশ হতে পেরে তিনি খুশি বলে জানিয়েছেন সলমন। সেইসঙ্গে আশা প্রকাশ করেছেন, একদিন আবার কর্ণের সঙ্গে কাজ করবেন তিনি।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
খবর
জেলার
খবর
Advertisement