এক্সপ্লোর
Advertisement
বলিউড, নাচ, ফোনে সেক্স, পার্টনারের সঙ্গে স্নান, দুর্বল সাধারণ জ্ঞান, কর্ণের শোয়ে খোলাখুলি প্রিয়ঙ্কা
মুম্বই: কফি উইথ কর্ণ-এর শোয়ে গতকালের এপিসোডের অতিথি ছিলেন প্রিয়ঙ্কা চোপড়া। এই শোয়ে এসে প্রিয়ঙ্কা তাঁর জীবনের বহু গোপন কথা যেমন ফাঁস করেছেন। তেমনই জানিয়েছেন বলিউডকে এখন তিনি কতটা মিস করেন। মিস করেন বলিউডের নাচ, গান। তবে কথায় কথায় সামনে এসেছে অভিনেত্রী দুর্বল সাধারণ জ্ঞানের কথাও। প্রিয়ঙ্কা ভারতের তিনজন প্রধানমন্ত্রীর নাম বলতে পারেননি, এমনকি তিন মোঘল সম্রাটের নামও তিনি জানতেন না।
প্রসঙ্গত, কর্ণের এই শোয়ের প্রায় প্রত্যেক সিজনেই উপস্থিত হয়েছেন প্রিয়ঙ্কা। শোতে কর্ণ অভিনেত্রীর কাছ থেকে তাঁর বলিউড-হলিউডের এপর্যন্ত সফরের কথা জানতে চেয়েছেন। সেখানেই প্রিয়ঙ্কা জানান, তিনি অভিনেত্রী হতে কখনওই চাননি। তাঁর জীবন যেদিকে এগিয়েছে, এভাবে নিজেকে কখনওই দেখতে চাননি পিসি। পিসি-র এই এপিসোডটি তিনি যখন ভারতে ছিলেন সেসময় শ্যুট করা হয়।
এখানে তিনি জানিয়েছেন, কীভাবে তিনি ২৫টি চিত্রনাট্য পড়ে অবশেষে অডিশন দিয়ে 'কোয়ান্টিকো'র জন্য নির্বাচিত হয়েছিলেন। তবে এখন হলিউডে জমিয়ে কাজ করলেও, তিনি যে বলিউডকে মিস করেন, হিন্দি ছবির গান-নাচকে মিস করেন, সেকথা জানাতে ভোলেননি।
তবে নিজের ব্যক্তিগত জীবন নিয়ে খুব একটা কথা বলতে স্বচ্ছন্দ বোধ করেন না পিগি চোপস, কারণ অভিনেত্রী মনে করেন লোকের নজর লেগে যায়।
'কফি শটস উইথ কর্ণ' নামের এক রাউন্ডে খুল্লাম খুল্লা প্রিয়ঙ্কা স্বীকার করেন তাঁর ফোনে সেক্স করার কথা, পার্টনারের সঙ্গে স্নান করার কথা। এর সঙ্গে প্রিয়ঙ্কা এটাও চেয়েছেন, তাঁর মা যেন এই এপিসোডটা না দেখেন।
তবে এই খোলাখুলি কথা বলার সময় প্রিয়ঙ্কার সাধারণ জ্ঞান যে খুব দুর্বল সেকথাও প্রকাশ্যে এসেছে। অভিনেত্রী ভারতের তিন প্রধানমন্ত্রীর নাম ও তিন মোঘল সম্রাটের নাম বলতে পারেননি। তবে সব মিলিয়ে কফি উইথ কর্ণের এই এপিসোডটি টক, ঝাল, মিষ্টি বিনোদনে ঠাসা ছিল।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ক্রিকেট
স্বাস্থ্য
জেলার
ক্রিকেট
Advertisement