Koneenica Banerjee: মেয়ের সঙ্গে 'জুগনু চ্যালেঞ্জ'-এ অংশ নিলেন কনীনিকা বন্দ্যোপাধ্যায়
Koneenica Banerjee: পরনে সাদা টি-শার্ট, তার ওপর অ্যাবস্ট্রাক্ট ডিজাইনের একটি জ্যাকেট। কোলে পুঁচকে কিয়া। পুরো ভিডিওর মধ্যমণি খুদে কিয়া আর তার প্রাণখোলা হাসি।
কলকাতা: এখন সোশ্যাল মিডিয়া মানেই 'রিল' (Reel Video) ভিডিওর ছড়াছড়ি। সাধারণ মানুষ থেকে শুরু করে একাধিক ইনফ্লুয়েন্সাররা তো আছেনই, বাদ পড়েন না অভিনেতা-অভিনেত্রীরাও। এই যেমন বাংলা চলচ্চিত্র ও ধারাবাহিকের জনপ্রিয় অভিনেত্রী কনীনিকা বন্দ্যোপাধ্যায় (Koneenica Banerjee)। ইনস্টাগ্রামে পোস্ট করলেন জনপ্রিয় 'জুগনু চ্যালেঞ্জ' (Jugnu Challenge)।
পরনে সাদা টি-শার্ট, তার ওপর অ্যাবস্ট্রাক্ট ডিজাইনের একটি জ্যাকেট। কোলে পুঁচকে কিয়া (Kiah)। বলা ভাল গোটা ভিডিওয় নজর কাড়ছে সেই।
View this post on Instagram
খুদে কিয়াকে কোলে নিয়েই নিকিতা গাঁধীর জুগনু গানে চিরাচরিত স্টেপ করলেন কনীনিকা। আর ওদিকে গোলাপী ফ্রক পরে, মাথায় ব্যান্ড পরে কিয়ার সে কী প্রচণ্ড হাসি। মায়ের নাচ দেখে তার যেন হাসি আর ধরছে না। মুখ ঢেকে খিলখিলিয়ে হাসছে সে। একবার মায়ের সঙ্গে তাল মিলিয়ে হাত তুলে নাচার চেষ্টা করল। আবার পরক্ষণেই লাজুক মুখ মায়ের কোলে ঢাকল।
আরও পড়ুন: Subhashree Ganguly: অভিনয় তো দেখেছেন, শুভশ্রীর গলায় গান কি শুনেছেন?
এর আগে এবিপি লাইভকে দেওয়া এক সাক্ষাৎকারে কনীনিকা জানান, মেয়েকে সমস্ত পছন্দ মেটানোর চেষ্টা করেন তিনি। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া মা-মেয়ের 'ফেয়ারি ফটোশ্যুট' মেয়ের মন ভাল করতেই করেছিলেন। অভিনয়, সংসার সামলে মেয়ের সঙ্গে তিনি যেমন সুন্দর করে সময় কাটান তা সত্যিই দেখার মতো।