Subhashree Ganguly: অভিনয় তো দেখেছেন, শুভশ্রীর গলায় গান কি শুনেছেন?
সকাল হতেই নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলে একটি ভিডিও শেয়ার করেছেন শুভশ্রী। যেখানে দেখা যাচ্ছে, ঠাকুরঘরে বসে ছোট্ট ইউভানকে গান শোনাচ্ছেন রাজ ঘরনী।
কলকাতা: ছোট্ট ইউভান জীবনে আসার পর থেকে শুভশ্রী গঙ্গোপাধ্যায় (Subhashree Ganguly) এবং রাজ চক্রবর্তীর (Raj Chakraborty) জীবন স্বাভাবিকভাবেই অনেকটা বদলে গিয়েছে। দুই তারকার সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে চোখ রাখলে সেখানে ছোট্ট ইউভানের সঙ্গে নানা ছবি এবং ভিডিও চোখে পড়বে। কাজের বাইরে বাকি সময়টা যে তাঁরা ইউভানের সঙ্গেই উপভোগ করেন, তা তাঁদের ইনস্টাগ্রাম হ্যান্ডলে চোখ রাখলেই বোঝা যায়। মা হওয়ার পর এখন পুরদস্তুর কাজে ফিরেছেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়। তার মাঝেও যতটা সময় পাচ্ছেন, ইউভানকে দিচ্ছেন। কিছুদিন আগেই শিশু দিবস উপলক্ষে সোশ্যাল মিডিয়ায় আবেগঘন বার্তা শেয়ার করেন অভিনেত্রী। এবার ছেলেকে নিজের গলায় গান শোনাতে দেখা গেল অভিনেত্রীকে।
আরও পড়ুন - Vicky-Katrina Wedding: কোন কোন তারকা হাজির থাকবেন ভিকি-ক্যাটরিনার গ্র্যান্ড রিসেপশনে?
সকাল হতেই নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলে একটি ভিডিও শেয়ার করেছেন শুভশ্রী। যেখানে দেখা যাচ্ছে, ঠাকুরঘরে বসে ছোট্ট ইউভানকে গান শোনাচ্ছেন রাজ ঘরনী। 'বড়ে আচ্ছে লাগতে হ্যায়' গান গাইতে শোনা গেল অভিনেত্রীকে। বিভিন্ন ছবিতে 'অভিমান' অভিনেত্রীর অভিনয়ও দর্শক অনেক দেখেছেন। এবার তিনি নিজের গলায় কেমন গান গাইতে পারেন, তা শুনলেন নেট নাগরিকরা। শুভশ্রীর গান শুনে মুগ্ধ নেট দুনিয়া। শুধু অনুরাগীরাই নন, কমেন্টে ভালোবাসা, শুভেচ্ছা এবং সুন্দর গান গাওয়ার প্রশংসাও করেছেন অনেক তারকা।
প্রসঙ্গত, সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয় থাকেন বাংলা ছবির জনপ্রিয় অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়। কয়েকদিন আগেই ফুচকা খাওয়ার মজাদার ভিডিও পোস্ট করেন অভিনেত্রী। চ্যালেঞ্জ ছিল তিরিশ সেকেন্ড সময়ের মধ্যে কতগুলো ফুচকা খেতে পারেন তিনি, তা দেখার। আর নির্ধারিত সময়ের মধ্যে ৯টা ফুচকা খেয়ে ফেলেন তিনি। সেই চ্যালেঞ্জ আবার আর এক অভিনেত্রী শ্রাবন্তীর দিকে ঠেলে দেন শুভশ্রী। কিন্তু শ্রাবন্তী স্পষ্ট জানিয়ে দেন যে, তিনি শুভশ্রীর মতো অত দ্রুত ফুচকা খেতে পারেন না।